হাসপাতালের গাফিলতিতে পথেই প্রসব, মৃত্যু সদ্যোজাতের

গাফিলতির অভিযোগ উঠেছে বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে। রবিবার সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী রিণ্টু দাসকে নিয়ে হাসপাতালে যান বালুরঘাট শহরের বাসিন্দা সুমন দাস। অভিযোগ, ভর্তি না-করে জরুরি বিভাগের চিকিত্সক সুরেশ মণ্ডল তাঁকে বাইরে থেকে স্ত্রীর আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে বলেন।

Updated By: Feb 26, 2012, 06:56 PM IST

প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে সাধারণ পেট ব্যথা বলে ফিরিয়ে দিলেন চিকিত্সক। রাস্তায় প্রসবের পর মৃত্যু হল সদ্যোজাতের। এই ঘটনায় চকিত্‍সায় গাফিলতির অভিযোগ উঠেছে বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে। রবিবার সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী রিণ্টু দাসকে নিয়ে হাসপাতালে যান বালুরঘাট শহরের বাসিন্দা সুমন দাস। অভিযোগ, ভর্তি না-করে জরুরি বিভাগের চিকিত্সক সুরেশ মণ্ডল তাঁকে বাইরে থেকে স্ত্রীর আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে বলেন। হাসপাতাল থেকে বেরোতে না-বেরোতে রাস্তাতেই সন্তান প্রসব করেন রিণ্টু দাস। ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা জানান সদ্যোজাত শিশুটি বেঁচে নেই। ঘটনায় চিকিত্সকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসূতির বাড়ির লোকেদের প্রশ্ন, রিন্টুদেবী যে আসন্নপ্রসবা, তা কি বুঝতে পারেননি ওই চিকিত্সক। নাকি সব বুঝেও বেসরকারি কেন্দ্রে আল্ট্রাসনোগ্রাফি করতে পাঠিয়েছিলেন তিনি। চিকিত্সক সুরেশ মণ্ডলের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মহিলার স্বামী। অভিযোগ মেনে নিয়েছেন সুপার। সংশ্লিষ্ট চিকিত্সকের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গড়েছে স্বাস্থ্য দফতর। সোমবারের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ।

.