ঝাড়গ্রামে বাসে গুলি, অপহৃত ১, আহত ২

যাত্রীবাহী বাস থামিয়ে অপহরণের ঘটনা ঘটল ঝাড়গ্রামের পূর্ণাপানিতে। আর দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন দুই যাত্রী।

Updated By: Feb 26, 2012, 05:02 PM IST

যাত্রীবাহী বাস থামিয়ে অপহরণের ঘটনা ঘটল ঝাড়গ্রামের পূর্ণাপানিতে। আর দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন দুই যাত্রী।
রবিবার দুপুরে ধুমসা থেকে ঝাড়গ্রামগামী বাসে ফাঁসিতলা থেকে ওঠেন এক ব্যক্তি। তাঁকে অনুসরণ করে আরও একজন বাসে ওঠে। পূর্ণাপানির কাছে ওই ব্যক্তি চালকের মাথায় রিভলভার ঠেকিয়ে বাস থামাতে বলে। প্রায় সঙ্গে সঙ্গেই রাস্তা দিয়ে দুটি বাইকে করে চলে আসে আরও তিনজন। তাদের হাতেও ছিল আগ্নেয়াস্ত্র। এরপরই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। বাসের মাথায় থাকা দুই যাত্রীর গুলি লাগে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য জনের হাতে গুলি লেগেছে। কারা কী কারণে এভাবে হামলা চালিয়ে এক ব্যক্তিকে অপহরণ করল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

.