"অশান্ত" বীরভূমে ভোট বাতিলের দাবি, গন্ডগোল মালদাতেও, তৃতীয় দফায় ভোট পড়ল ৭৯.৭০ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। ৭ জেলার মোট ৫৬টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৬টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, মালদহের ১২টি ও বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র। ভাগ্য নির্ধারণ হবে ৩৮৪ জন প্রার্থীর। আজকের ভোটে সরকার- বিরোধী উভয়পক্ষেই হেভিওয়েটের ছড়াছড়ি।

Updated By: Apr 18, 2016, 06:53 PM IST
"অশান্ত" বীরভূমে ভোট বাতিলের দাবি, গন্ডগোল মালদাতেও, তৃতীয় দফায় ভোট পড়ল ৭৯.৭০ শতাংশ

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। ৭ জেলার মোট ৫৬টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৬টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, মালদহের ১২টি ও বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র। ভাগ্য নির্ধারণ হবে ৩৮৪ জন প্রার্থীর। আজকের ভোটে সরকার- বিরোধী উভয়পক্ষেই হেভিওয়েটের ছড়াছড়ি।

 

কোথায় কত শতাংশ ভোট পড়ল?

আলিপুর- ৮২.০৭ শতাংশ

জল্পাইগুরি- ৭৭.৬৯ শতাংশ

দার্জিলিং- ৭৪.০০ শতাংশ

উত্তর দিনাজপুর- ৭৮.৯০ শতাংশ

দক্ষিণ দিনাজপুর- ৮২.৭২ শতাংশ

মালদা- ৭৯.৬০ শতাংশ

বীরভূম- ৮২.৮৯ শতাংশ

শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্যের কাছে আজ ফের অগ্নিপরীক্ষা। তেমনই পরের পর হারের পর এবার জিততে মরিয়া গৌতম দেবও। আজ তাঁর কাছে প্রেস্টিজ ফাইট। তবে আজকের ভোটে মূল 'ফোকাস' বীরভূম। একাই 'লাইমলাইট' কেড়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল। কমিশনের নজরদারির নিষেধাজ্ঞাকে থোরাই কেয়ার করে কাল শেষ বেলাতেও বিভিন্ন পার্টি অফিসে গিয়ে রুদ্ধধার বৈঠক করতে দেখা যায় তৃণমূল বীরভূম জেলা সভাপতিকে।

একনজরে ভোটের LIVE UPDATES:

  • জলপাইগুড়ি গভর্মেন্ট গার্লস স্কুলে ব্যাপক মারামারি। কংগ্রেসের টাউন ব্লক সেক্রেটারি সুদীপ মোহন্তকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • বেলা ৩টে পর্যন্ত মোটের উপর ভোটের হার ৭০.৮২%। আলিপুরদুয়ারে ৭৩.৬৫%, জলপাইগুড়িতে ৬৭.৯৩%, দার্জিলিঙে ৬৬.৭৩%, উত্তর দিনাজপুরে ৭০.৩৭%, দক্ষিণ দিনাজপুরে ৭৪.৭৮%, মালদায় ৬৮.৬৭% বীরভূমে ৭৩.৫৯% ভোট পড়ল।
  • জলপাইগুড়ির রাজগঞ্জে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ।

 

  • বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা লকেট চ্যাটার্জির।

  • অবশেষে পাপুড়িতে বুথে গিয়ে তৃণমূলের এজেন্ট বসালেন গদাধর হাজরা।
  • দুপুর ১টা: ভোট পড়ল আলিপুরদুয়ার ৪৫.৫৬%, জলপাইগুড়ি ৫৯.৯৮%, দার্জিলিং ৫৩.০৩%, উত্তর দিনাজপুর ৫৫.৫০%, দক্ষিণ দিনাজপুর ৫৬.০৯%, মালদা ৫৪.৩৩%, বীরভূম ৬২.৪৯ %।
  • নকশালবাড়ির পানিঘাটায় বুথে খোলা জানলার পাশে EVM। প্রকাশ্যেই চলছে ভোটদান!
  • ময়ূরেশ্বরের মল্লারপুর বুথে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ। বুথের ভেতর প্রচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

 

  • মালদার মানিকচকে বহরমপুর বুথ থেকে ২০০ মিটার দূরত্বে কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ।
  • বীরভূমের ১১টি আসনেই ভোট বাতিলের দাবি বিজেপির। দাবি নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসে বাবুল সুপ্রিয়, মুক্তার আব্বাস নাকভি।
  • লাভপুরের ৯ নম্বর সেক্টরে মাথা ফাটল দায়িত্বপ্রাপ্ত পুলিস অফিসারের।
  • শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডে বাম ও তৃণমূল মহিলা কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি। "তেমন কিছু নয়", বললেন অশোক ভট্টাচার্য।

 

  • গোয়ালপোখরের ১০১ নম্বর বুথের BJP-র পোলিং এজেন্ট গ্রেপ্তার। ধৃতের বিরুদ্ধে ৭ বার ভোট দেওয়ার অভিযোগ।
  • লাভপুরের সাউগ্রামে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইটবৃষ্টি। তৃণমূল সমর্থক, গ্রামবাসীদের উপর পাল্টা লাঠিচার্জ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
  • মালদার চাঁচলের রাজনগরে তৃণমূল কর্মীদের মারধর, বাড়িতে ভাঙচুরের অভিযোগ বাম ও কংগ্রেস কর্মীর বিরুদ্ধে।
  • বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.১৯%। ভোটের হার আলিপুরদুয়ার ৩৬.২৮%, জলপাইগুড়ি ৪০.৭১%, দার্জিলিং ৩৬.০৬%, উত্তর দিনাজপুর ৩৮%, দক্ষিণ দিনাজপুর ৪০.০৮%, মালদা ৩৮.৩০, বীরভূম ৪৪.৮৮%।

 

  • ইংরেজবাজারের মোমিনপুরে ১৯ ও ২০ নম্বর বুথে তৃণমূল এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ায় অভিযোগ। অভিযোগ কংগ্রেস ও সিপিআইএম-এর বিরুদ্ধে।
  • "৬৪টি বুথে এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে।" অভিযোগ করলেন ময়ূরেশ্বরের BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

 

  • জামাতে তৃণমূলের ব্যাজ লাগিয়ে ভোট দিতে যান অনুব্রত মণ্ডল। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে রিপোর্ট তলব করলেন জেলাশাসক।
  • ভোটের অন্য ছবি ময়ূরেশ্বরে। ব্রাহ্মণবহড়া গ্রামে ভোট দেওয়ার পর ভোটারদের মুড়ি, ঘুঘনি, বাতাসা দিল সব পক্ষই।

  • মালদার ইংরেজবাজারে আইটিআই মোড়ে বুথের মধ্যেই বাম-কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বচসা, হাতাহাতি। আহত ১ তৃণমূল কর্মী। বন্ধ রয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

 

  • "ভোট ভাল হচ্ছে", বললেন শিলিগুড়ির জোটপ্রার্থী অশোক ভট্টাচার্যও।
  • বাইকে চড়ে ভোট দিতে গেলেন অনুব্রত মণ্ডল। বললেন, "বীরভূমে ভাল ভোট হচ্ছে।"

 

  • সকাল ৯টা : মোটের উপর ভোটের হার ২১.৬৪%। আলিপুরদুয়ারে ২০.৬৬%, জলপাইগুড়িতে ২০.৬৫%, দার্জিলিঙে ১৯%, উত্তর দিনাজপুরে ২৪%, দক্ষিণ দিনাজপুরে ২৫.৩৩%, মালদায় ১৮.৩২% ও বীরভূমে ২৩.৬৯% ভোট পড়ল।
  • সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ল ৩০০টি।

 

  • পাড়ুইয়ের আলবান্দা গ্রামের বুথে নেই বিরোধী এজেন্ট।  'তৃণমূলের অনুরোধে বুথে যাইনি', দাবি বিরোধী শিবিরের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
  • নানুরের ৪২ নম্বর বুথে ছাপ্পার অভিযোগ।
  • আলিপুরদুয়ারে বুথ চত্বরে নেই কেন্দ্রীয় বাহিনী।
  • বীরভূমের পাপুড়িতে বুথে নেই কোনও তৃণমূল এজেন্ট। শুধু বিরোধী এজেন্টরা বুথে রয়েছেন। পাপুড়ি কাজল শেখের খাস তালুক।

 

  • সরানো হল ইংরেজবাজারের ১৬৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে।
  • ভোট দিলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও মৌসম বেনজির নূর।

 

  • বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে শেওড়াকুড়ির যুগলকিশোর প্রাথমিক বিদ্যালয়ে বুথের কাছে ছিল রাজ্য পুলিস। দূরে আধাসেনা। জানতে পেরে হস্তক্ষেপ করেন পোলিং অফিসার।
  • পুজো দিয়ে ভোট দিলেন গৌতম দেব।

  • ইলামবাজারে গন্ডগোলের ঘটনায় গ্রেপ্তার ৩। আহতদের চিকিত্সা সিয়ান হাসপাতালে।

 

  • মাটিগাড়ার গুলমা এলাকায় তৃণমূল এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
  • ইংরেজবাজার বিধানসভার ১৬৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। ভোটারের হয়ে ভোট দিলেন এজেন্ট।

  • গোলমালের খবর এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকেও। অভিযোগ. গতকাল রাতে ২ নম্বর ওয়ার্ডের সেবকপল্লিতে জোটের অস্থায়ী অফিস তছনছ করে দুষ্কৃতীরা। কংগ্রেস সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে কংগ্রেস।

  • ভোট দিলেন আবু নাসের খান চৌধুরী।

 

  • ভোট দিলেন শিলিগুড়ি কেন্দ্রের বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন তিনি।

 

  • ৪৭ নম্বর ওয়ার্ডে ভারতী হিন্দি বিদ্যালয়ের বুথ থেকে ১ নম্বর ওয়ার্ড। সকাল থেকে একের পর এক বুথে বুথে ঘুরছেন বাইচুং ভুটিয়া।

 

  • বীরভূমের ইলামবাজারের ডুমরুট গ্রামে বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে সিপিআইএম ও বিজেপি কর্মীদের সঙ্গে শাসকদলের কর্মীদের হাতাহাতি বেঁধে যায়।

  • বীরভূমের সিয়ান অঞ্চলে বিরোধী ভোটারদের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেক্টর অফিসার ও আধাসেনা জওয়ানরা।
  • ভোটকে কেন্দ্র করে ফের ঝামেলা বীরভূমের পাঁড়ুই ও মাখড়ায়।
  • নজরবন্দি অনুব্রত মণ্ডল। বাড়ি ঘিরে পাহারায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

 

  • সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন।

  • সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ।
.