শালিমারে দুষ্কৃতী তাণ্ডব, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের ভাই
তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শালিমার এলাকা। গত ৬ তারিখে শালিমার রেল ইয়ার্ডে দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলর বিনয় সিংয়ের ভাই বিনোদ সিং ও ভাগ্নে রাজেশ সিং। ঘটনায় অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ তেওয়ারির দলবলের বিরুদ্ধে।
ওয়েব ডেস্ক: তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শালিমার এলাকা। গত ৬ তারিখে শালিমার রেল ইয়ার্ডে দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলর বিনয় সিংয়ের ভাই বিনোদ সিং ও ভাগ্নে রাজেশ সিং। ঘটনায় অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ তেওয়ারির দলবলের বিরুদ্ধে।
আজ সকালে নার্সিংহোমে মৃত্যু হয় বিনোদ সিংয়ের। এরপরেই এলাকায় তাণ্ডব শুরু করে বিনয় সিংয়ের গোষ্ঠীর লোকেরা। পুড়িয়ে দেওয়া হয় প্রদীপ তেওয়ারির গাড়ি। আগুন লাগানো হয় প্রদীপ তেওয়ারির গোডাউনে। গোডাউনে থাকা তিনটি ট্রাকেও আগুন লাগানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিস।