দলের বিরুদ্ধে ক্ষেপে উঠলেন শিশির অধিকারী, নিজেই তুললেন দুর্নীতির অভিযোগ
দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। দুর্নীতি থেকে সরকারি ক্ষমতার অপব্যবহার, তুলেছেন এমন একাধিক অভিযোগ। তাঁর দাবি, একাজে জড়িয়ে দলের সাংসদ, বিধায়করাও।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বহুদিনের। দীর্ঘদিনের সাংসদও তিনি। এহেন শিশির অধিকারীর মুখেই শোনা গেল দলে দুর্নীতির অভিযোগ। সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে। দাবি বর্ষীয়ান এই তৃণমূল নেতার। শুধু নীচুতলা নয়, দলের শীর্ষস্তরেও দুর্নীতিগ্রস্তদের রমরমা বলে অভিযোগ শিশির অধিকারীর। তৃণমূল সাংসদের বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। এর পর তৃণমূলের আরও নেতারা মুখ খুলবেন। দাবি বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহার। সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের বক্তব্য, তৃণমূল দিনদিন কোণঠাসা হয়ে পড়াতেই দলে বাড়ছে ক্ষোভ। আর তাই শিশির অধিকারীর মতো অনেকেই অপ্রিয় সত্য বলে ফেলছেন।
জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব, অশান্তি এখন তৃণমূল নেতৃত্বের মাথাব্যথার কারণ। রাজনৈতিক মহলের মত, এই অবস্থায় শিশির অধিকারীর মতো একজন শীর্ষনেতার মুখে প্রকাশ্যে দলেরই সমালোচনা আরও অস্বস্তিতে ফেলে দিল শাসক দলকে।