সিন্ডিকেটের জুলুমে আবার কাজ বন্ধ আসানসোলে

সিন্ডিকেটের জুলুমে আবার কাজ বন্ধ। ঘটনাস্থল আবার সেই আসানসোল। গত বছর জুন মাসে শ্রমভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল সিন্ডিকেটের মাতব্বররা। এবার খাস আদালত চত্বরে বন্ধ হয়ে গেল নতুন ভবন তৈরির কাজ। সিন্ডিকেটের দাবি, যাবতীয় নির্মাণ সামগ্রী তাদের কাছ থেকেই কিনতে হবে। অভিযোগ, নির্মাণস্থলে গিয়ে হুমকিও দেয় তারা। তারপরই কাজ বন্ধ রেখে চলে যান শ্রমিকরা। নতুন জেলা হতে চলেছে আসানসোল। আসানসোল আদালতও তাই জেলা আদালতে পরিণত হবে। সেইমতো কোর্ট চত্বরে ভবন বাড়ানো হচ্ছে। । গত সেপ্টেম্বরে নতুন ভবন তৈরির বরাত পায় একটি ঠিকাদার সংস্থা। চলতি বছর অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু আদালত চত্বরে এমন হুমকির পর কাজ কতটা এগোবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পূর্ত দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে ঠিকাদার সংস্থা।

Updated By: Feb 4, 2016, 01:59 PM IST
সিন্ডিকেটের জুলুমে আবার কাজ বন্ধ আসানসোলে

ওয়েব ডেস্ক: সিন্ডিকেটের জুলুমে আবার কাজ বন্ধ। ঘটনাস্থল আবার সেই আসানসোল। গত বছর জুন মাসে শ্রমভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল সিন্ডিকেটের মাতব্বররা। এবার খাস আদালত চত্বরে বন্ধ হয়ে গেল নতুন ভবন তৈরির কাজ। সিন্ডিকেটের দাবি, যাবতীয় নির্মাণ সামগ্রী তাদের কাছ থেকেই কিনতে হবে। অভিযোগ, নির্মাণস্থলে গিয়ে হুমকিও দেয় তারা। তারপরই কাজ বন্ধ রেখে চলে যান শ্রমিকরা। নতুন জেলা হতে চলেছে আসানসোল। আসানসোল আদালতও তাই জেলা আদালতে পরিণত হবে। সেইমতো কোর্ট চত্বরে ভবন বাড়ানো হচ্ছে। । গত সেপ্টেম্বরে নতুন ভবন তৈরির বরাত পায় একটি ঠিকাদার সংস্থা। চলতি বছর অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু আদালত চত্বরে এমন হুমকির পর কাজ কতটা এগোবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পূর্ত দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে ঠিকাদার সংস্থা।

.