সিঁদূর খেলায় মাতল চন্দননগর

জগদ্ধাত্রী পুজোর শেষদিনে দাঁড়িয়ে বাঙালি এখন উত্সবের শেষ পর্যায়ে। আজ দশমী। তাই আনন্দ যেন চেটেপুটে নিতে চান মানুষ। তবে জগদ্ধাত্রী পুজো শুনলেই মনে হয় হুগলির কথা, চন্দননগরের কথা।

Updated By: Nov 5, 2011, 04:34 PM IST

জগদ্ধাত্রী পুজোর শেষদিনে দাঁড়িয়ে বাঙালি এখন উত্সবের শেষ পর্যায়ে। আজ দশমী। তাই আনন্দ যেন চেটেপুটে নিতে চান মানুষ। তবে জগদ্ধাত্রী পুজো শুনলেই মনে হয় হুগলির কথা, চন্দননগরের কথা। বিদায়-বিষাদ কাটিয়ে পুজোর শেষ অঙ্কে এখন মাতোয়ারা চন্দননগর। সিঁদুর খেলে দেবীকে বিদায় জানালেন স্থানীয় মহিলারা। এরপর শুরু বিসর্জনের পালা।

.