আন্দুলে অজগরের ভয়ে বাড়ির বাইরে রাত কাটাচ্ছে বাসিন্দারা

বাড়িতে ঢুকছে সাপ। বারবার জানালেও বন দফতর নির্বিকার বলে অভিযোগ। হাওড়ার আন্দুল রোডের হালদারপাড়া। কয়েকদিন ধরেই বেশ কয়েকটি বাড়িতে মাঝে মাঝেই হানা দিচ্ছে চোদ্দ-পনেরো ফুট লম্বা একটি বিরাট অজগর।

Updated By: Nov 28, 2015, 08:55 PM IST
আন্দুলে অজগরের ভয়ে বাড়ির বাইরে রাত কাটাচ্ছে বাসিন্দারা

ওয়েব ডেস্ক: বাড়িতে ঢুকছে সাপ। বারবার জানালেও বন দফতর নির্বিকার বলে অভিযোগ। হাওড়ার আন্দুল রোডের হালদারপাড়া। কয়েকদিন ধরেই বেশ কয়েকটি বাড়িতে মাঝে মাঝেই হানা দিচ্ছে চোদ্দ-পনেরো ফুট লম্বা একটি বিরাট অজগর।
গতকাল রাত দুটো নাগাদ লেখু সাউয়ের বাড়িতে দেখা যায় ওই অজগরটিকে। খাটের নিচে ফোঁসফোঁস আওয়াজ শুনে অজগরটি নজরে আসে লেখুর।
পরিবারের সবাইকে নিয়ে তখনই বাইরে বেরিয়ে আসেন তিনি। ওই বিশাল অজগরের ভয়ে সারারাত বাড়ির বাইরেই কাটাতে হয় তাঁদের। এলাকার বাসিন্দারা বন দফতরকে খবর দিলেও তারা এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।  

 

.