দক্ষিণ দিনাজপুরের ২৭টি প্রাথমিক স্কুলে বন্ধ মিড ডে মিল

সীমান্ত সমস্যার কোপে দক্ষিণ দিনাজপুর সীমান্তের ২৭ টি প্রাথমিক স্কুল। বেশিরভাগ স্কুলেই বন্ধ মিডডে মিল। মেলেনা সরকারি সাহায্য। প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। সামনের বছরেই সমস্যা মেটার আশ্বাস দিয়েছেন জেলা শাসক।

Updated By: Nov 30, 2013, 04:57 PM IST

সীমান্ত সমস্যার কোপে দক্ষিণ দিনাজপুর সীমান্তের ২৭ টি প্রাথমিক স্কুল। বেশিরভাগ স্কুলেই বন্ধ মিডডে মিল। মেলেনা সরকারি সাহায্য। প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। সামনের বছরেই সমস্যা মেটার আশ্বাস দিয়েছেন জেলা শাসক।

পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৈরি হয় ১৯৯২ সালে। তখন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ও উত্তরদিনাজপুর জেলার ইটাহার ব্লকের সীমানা নির্ধারণের সমস্যা শুরু হয়। সীমান্ত লাগোয়া ২৭টি প্রাথমিক স্কুল দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়লেও উত্তর দিনাজপুর শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত। সাতাশটির মধ্যে ২৩টি স্কুলের মিড ডে মিলের দায়িত্বে ইটাহার ব্লক। এইসব স্কুলের দায়িত্ব কোন জেলা প্রশাসনের তারও কোনও সঠিক উত্তর নেই সরকারি আধিকারিকদের কাছে। অধিকাংশ স্কুলেই বন্ধ মিড ডে মিল। মেলেনা সরকারি সাহায্যও।

প্রশানের কাছে বহুবার দরবার করেও কোনও ফল মেলেনি। যদিও দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক চোধুরী জানিয়েছেন সামনের বছরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। এখন অপেক্ষা। প্রশাসনিক হস্তক্ষেপে কবে সীমান্ত সমস্যার সমাধান হবে এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামের ক্ষুদে পড়ুয়া ও তাদের অভিভাবকরা।

.