লক্ষ্মণ শেঠের গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি
মুম্বইয়ের চেম্বুর থেকে লক্ষণ শেঠ গ্রেফতারের খবর আসার পরেই ফের উত্তাল হয়ে উঠল রাজ্যের রাজনীতি। সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু জানিয়েছেন লক্ষ্মণ শেঠকে প্রয়োজনীয় আইনি সাহায্য করবে দল। তবে প্রত্যাশিত ভাবেই লক্ষণ শেঠের গ্রেফতারির ঘটনাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব। লক্ষণ শেঠের গ্রেফতারির পর পুলিসি প্রহরা বসানো হয়েছে পূর্ব মেদিনীপুরের সিপিআইএমের বেশ কয়েকটি কার্যালয়ে।
মুম্বইয়ের চেম্বুর থেকে লক্ষণ শেঠ গ্রেফতারের খবর আসার পরেই ফের উত্তাল হয়ে উঠল রাজ্যের রাজনীতি। সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু জানিয়েছেন লক্ষ্মণ শেঠকে প্রয়োজনীয় আইনি সাহায্য করবে দল। তবে প্রত্যাশিত ভাবেই লক্ষণ শেঠের গ্রেফতারির ঘটনাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের তৃণমূল নেতৃত্ব। লক্ষণ শেঠের গ্রেফতারির পর পুলিসি প্রহরা বসানো হয়েছে পূর্ব মেদিনীপুরের সিপিআইএমের বেশ কয়েকটি কার্যালয়ে।
লক্ষ্মণ শেঠের গ্রেফতারির খবরে বাড়তি উচ্ছ্বাস দেখাতে চায়নি তৃণমূল নেতৃত্ব। হলদিয়ায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, "আইন আইনের পথেই চলবে।"
রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেছেন, "লক্ষণ শেঠ অপরাধ করেছেন, তাঁর গ্রেফতারিও প্রত্যাশিত ছিল।" নন্দীগ্রাম কাণ্ডে লক্ষণ শেঠ, অশোক গুড়িয়া ও অমিয় সাহুর গ্রেফতারির খবরে খুশি তৃণমূল সমর্থকেরা মিছিল করেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে। নন্দীগ্রাম ও হলদিয়ার পাশাপাশি পাঁশকুড়ায় অমিয় সাহুর বাড়ির সামনে মিছিল করেন তৃণমূল সমর্থকেরা। গোলমাল এড়াতে বাড়তি পুলিসি ব্যবস্থা করা হয়। পাঁশকুড়ায় অমিয় সাহুর বাড়ি ও হলদিয়ায় সিপিআইএমের জোনাল অফিসের সামনে পুলিসি পাহারার ব্যবস্থা করা হয়েছে।