ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের বন্‌ধে বিপর্যস্ত বর্ধমান শহর

ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের বনধে বিপর্যস্ত বর্ধমান শহর। প্রশাসনের তরফে যান নিয়ন্ত্রণ নিয়ে জারি করা নির্দেশিকা ঘিরে যাবতীয় বিতর্ক। ব্যবসায়ীদের আশঙ্কা, এর ফলে তাঁদের ব্যবসা মার খাবে। প্রতিবাদে বন্ধ শহরের প্রায় নব্বই শতাংশ দোকান।

Updated By: Aug 17, 2015, 11:51 PM IST

ওয়েব ডেস্ক: ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের বনধে বিপর্যস্ত বর্ধমান শহর। প্রশাসনের তরফে যান নিয়ন্ত্রণ নিয়ে জারি করা নির্দেশিকা ঘিরে যাবতীয় বিতর্ক। ব্যবসায়ীদের আশঙ্কা, এর ফলে তাঁদের ব্যবসা মার খাবে। প্রতিবাদে বন্ধ শহরের প্রায় নব্বই শতাংশ দোকান।
   
খাবার দোকানে তালা। মুদির দোকান, জামাকাপড়, ইলেকট্রনিক্স--- সব দোকান বন্ধ। ব্যবসা বনধ বর্ধমান শহরজুড়ে।  
শহরে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ১৫ অগাস্ট  একটি নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। তা নিয়েই সমস্যা।  
নির্দেশিকায় বলা হয়েছে, শহরের বেশ কয়েকটি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হল। বহু রাস্তায় দু-চাকা কিংবা চার চাকা গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি  হয়েছে।

ব্যবসায়ীদের প্রশ্ন, এত কড়াকড়ির মধ্যে তাঁদের ব্যবসা চলবে কী করে? ক্রেতার সংখ্যায় টান পড়বে, এই আশঙ্কা থেকে তাই সরাসরি সংঘাতের পথে ব্যবসায়ীরা।    
গত শনিবার থেকেই শহরজুড়ে শুরু হয়েছে ব্যবসা বনধ। সোমবার তা সর্বাত্মক চেহারা নেয়। প্রশাসনের বক্তব্য, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও তা সরাসরি অস্বীকার করেছেন ব্যবসায়ীরা।  

দুপক্ষেরই অনড় মনোভাবের মাঝে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।   

.