'নিজ ভূমি নিজ গৃহ' প্রকল্পে আজ ২৩টি পরিবারের হাতে চাবি তুলে দেবেন পঞ্চায়েত মন্ত্রী
!['নিজ ভূমি নিজ গৃহ' প্রকল্পে আজ ২৩টি পরিবারের হাতে চাবি তুলে দেবেন পঞ্চায়েত মন্ত্রী 'নিজ ভূমি নিজ গৃহ' প্রকল্পে আজ ২৩টি পরিবারের হাতে চাবি তুলে দেবেন পঞ্চায়েত মন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/02/37505-subratabalagarh.jpg)
নিজ ভূমি নিজ গৃহ। এই প্রকল্প হুগলির বলাগড়ের মালঞ্চ গ্রামেই প্রথম। তেইশটি উপভোক্তা পরিবারের হাতে আজ চাবি তুলে দেবেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রশাসনের ঘোষণা, এই মডেল গ্রামকে সামনে রেখেই জেলার বিভিন্ন জায়গায় প্রকল্প চালু করা হবে।
গ্রামের হতদরিদ্র মানুষ, যাঁরা দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারেননা, দিনমজুরিই যাঁদের আয়ের একমাত্র উত্স, নিজেদের বাড়ি-জায়গা বলতে কিছুই নেই, এমন মানুষদের হাতে জমি-বাড়ি তুলে দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প নিজ ভূমি নিজ গৃহ। হুগলি জেলায় এই প্রকল্পের মডেল ভিলেজ তৈরি করা হয়েছে বলাগড় ব্লকের মহিপালপুর পঞ্চায়েতের মালঞ্চ গ্রামে। মোট এক একর সাতাশ শতক জায়গা তেইশটি ভাগে ভাগ করা হয়েছে। তিন শতক করে প্লটে তৈরি করা হয়েছে বাড়ি, শৌচাগার। শনিবার গ্রামেরই হতদরিদ্র তেইশটি পরিবারের হাতে সেই বাড়ির চাবি তুলে দেবেন পঞ্চায়েতমন্ত্রী।
শুধু বাড়ি বা জমিই নয়, মডেল গ্রামে ব্যবস্থা করা হয়েছে পানীয় জল এবং বিদ্যুতেরও।