সম্ভাব্য তালিকায় জায়গা পেলনা সুন্দরবন

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটা নাগাদ প্রকাশিত হল ফল। WWW. NEW 7 WONDERS.COM-এর প্রাথমিক গণনার পর দেখা গেল পৃথিবীর সপ্তম প্রাকৃতিক আশ্চর্যের তালিকায় জায়গা করে নিয়েছে অ্যামাজন ফরেস্ট, হ্যালং বে, ইগাঔজু জলপ্রপাত, জেজু দ্বীপ, কোমোডো, পুয়ের্তো প্রিন্সেসা এবং টেবল পর্বতমালা।

Updated By: Nov 10, 2011, 03:17 PM IST

শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটা নাগাদ প্রকাশিত হল ফল। WWW. NEW 7 WONDERS.COM-এর প্রাথমিক গণনার পর দেখা গেল পৃথিবীর সপ্তম প্রাকৃতিক আশ্চর্যের তালিকায় জায়গা করে নিয়েছে অ্যামাজন ফরেস্ট, হ্যালং বে, ইগাঔজু জলপ্রপাত, জেজু দ্বীপ, কোমোডো, পুয়ের্তো প্রিন্সেসা এবং টেবল পর্বতমালা। দৌড়ে ছিল সুন্দরবনও। কিন্তু শেষপর্যন্ত সপ্তমাশ্চর্য়ের তালিকায় জায়গা করে নিতে পারেনি সুন্দরবন। তবে এখনও  সেরার দৌড় থেকে একেবারে ছিটকে যায়নি অসামান্য এই অরণ্য। গণনার প্রথম দফায় পিছিয়ে থাকলেও সমীকরণটা পাল্টে যেতেই পারে যে কোনও সময়। কারণ, এখনও আরও তিন চার দফায় খতিয়ে দেখা হবে সম্ভাব্য এই তালিকাটি। বিজেতাদের নাম এবং সেরার চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে দু হাজার বারোর গোড়ায়।

.