ভোটের লড়াইয়ে একজোট হয়ে বুথ আগলানোর দাওয়াই দিলেন সূর্যকান্ত

ভোটের লড়াইয়ে এবার একজোট হয়ে বুথ আগলানোর দাওয়াই দিলেন সূর্যকান্ত মিশ্র। ভরসা সেই শিলিগুড়ি মডেল। জোট-বার্তা আরও জোরালো করে, প্রয়োজনে ঝান্ডা ছাড়াই পথে নামার ডাক দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। পথ দেখিয়েছে শিলিগুড়ি মডেল। বুথ আগলে কীভাবে ভোট হয়, তা হাতেকলমে করে দেখিয়েছেন অশোক ভট্টাচার্যরা। পুরসভা থেকে মহকুমা পরিষদের ভোট, তার প্রমাণ।  

Updated By: Mar 26, 2016, 09:21 PM IST
ভোটের লড়াইয়ে একজোট হয়ে বুথ আগলানোর দাওয়াই দিলেন সূর্যকান্ত

ওয়েব ডেস্ক: ভোটের লড়াইয়ে এবার একজোট হয়ে বুথ আগলানোর দাওয়াই দিলেন সূর্যকান্ত মিশ্র। ভরসা সেই শিলিগুড়ি মডেল। জোট-বার্তা আরও জোরালো করে, প্রয়োজনে ঝান্ডা ছাড়াই পথে নামার ডাক দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। পথ দেখিয়েছে শিলিগুড়ি মডেল। বুথ আগলে কীভাবে ভোট হয়, তা হাতেকলমে করে দেখিয়েছেন অশোক ভট্টাচার্যরা। পুরসভা থেকে মহকুমা পরিষদের ভোট, তার প্রমাণ।  

নিজের ভোট যাতে মানুষ নিজে দিতে পারেন, সেই ব্যবস্থা তাঁরা করেন। তৃণমূল বিরোধী ভোটারদের বুথ পর্যন্ত পৌছে দেওয়ার দায়িত্ব নেওয়া হয়েছিল। রাজ্যেও এবার চেষ্টা হচ্ছে, সেই ফর্মূলা প্রয়োগেরই। বাঁকুড়ার মেজিয়ায় কর্মিসভায়, বুথ রক্ষার ডাক দেন সিপিএম রাজ্য সম্পাদক। দরকারে দলের ঝান্ডা ছেড়ে, পথে নেমে একজোট হওয়ারও বার্তা দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। আনুষ্ঠানিকভাবে জোট বেঁধে প্রচারের কোনও সিদ্ধান্ত নেননি ওপরওয়ালারা। তবু জেলায় জেলায় চলছে জোট-প্রচার। নিচুতলায় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন কাঁধে-কাঁধ মিলিয়ে।
সেই জোটে এবার ডাক তৃণমূলের বিদ্রোহীদেরও।

.