জমি নীতি থেকে মন্ত্রীর হুমকি, সরকারের সমালোচনায় সূর্যকান্ত
চৌত্রিশ বছরে মানুষ যা তিল তিল করে গড়েছে তা সবই ভাঙছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পানাগড়ে সারা ভারত কৃষকসভার ৩৮ তম সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সম্মেলনে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সম্প্রতি, রাজ্যের এক মন্ত্রী ফোনে অশ্লীলভাষায় এক ঠিকাদার সংস্থার ম্যানেজারকে খুনের হুমকি দেওয়ার ঘটনারও কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।
চৌত্রিশ বছরে মানুষ যা তিল তিল করে গড়েছে তা সবই ভাঙছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পানাগড়ে সারা ভারত কৃষকসভার ৩৮ তম সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সম্মেলনে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সম্প্রতি, রাজ্যের এক মন্ত্রী ফোনে অশ্লীলভাষায় এক ঠিকাদার সংস্থার ম্যানেজারকে খুনের হুমকি দেওয়ার ঘটনারও কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।
সরকারের প্ররোচনাতে জমি মাফিয়াদের দাপট বাড়ছে রাজ্যে। গরিব মানুষকে বিপাকে ফেলে বড়বড় চিটফান্ড কোম্পানিগুলি জমি হাঙরে পরিণত হয়েছে। সব জেনেও সরকার নির্বিকার। শুক্রবার এভাষাতেই সরকারের জমি নীতির কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে তোলা আদায়ের অভিযোগ এনেছেন সূর্যকান্ত মিশ্র। রাজ্য মন্ত্রিসভায় নবনিযুক্ত এক মন্ত্রীর ফোনে খুনের হুমকি দেওয়ার ঘটনারও কড়া নিন্দা করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, এমন লোকেদের মন্ত্রিসভায় এনে্ছেন মুখ্যমন্ত্রী যারা টাকার জন্য লোককে খুনের হুমকি দেয়। এরাজ্যে তোলাবাজেরাও পৌঁছে গেছে মন্ত্রিসভায়।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এর আগে যখন বামেরা বার বার সরব হয়েছেন তখন তাঁদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাণাগড়ের সভা থেকে বিরোধী দলনেতার তোপ, ধারাবাহিকভাবে কেন্দ্রের ভ্রান্তনীতির সমর্থন করে এসে এখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের কথা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হবে না, এই নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। এর জেরে জমি কেনাবেচায় নিয়ন্ত্রণ কায়েম করেছে দালালেরা। জমি কেনা বেচায় চলছে দালালরাজ।