হলদিয়ায় পুরবোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা বামেদের
হলদিয়া পুরবোর্ড ভেঙে দেওয়া হতে পারে এমনই আশঙ্কা করছে বামেরা। আর এই আশঙ্কার কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। চিঠিতে তাঁর অভিযোগ, শাসকদল, বাম পরিচালিত ওই বোর্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে।
হলদিয়া পুরবোর্ড ভেঙে দেওয়া হতে পারে এমনই আশঙ্কা করছে বামেরা। আর এই আশঙ্কার কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। চিঠিতে তাঁর অভিযোগ, শাসকদল, বাম পরিচালিত ওই বোর্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে।
পনেরোই ডিসেম্বর, ২০১২, হলদিয়ার এক জন্সভায় বক্তা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বাম পরিচালিত পুরবোর্ড ভেঙে দিতে বেশি সময় লাগবে না তাঁদের।
এরপরই একটি রাজনৈতিক মামলায় জামিনঅযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয় দুজন বাম কাউন্সিলরের বিরুদ্ধে। বিরোধী দলনেতার অভিযোগ, চক্রান্ত করে হলদিয়ার বাম কাউন্সিলরদের গ্রেফতার করে বোর্ড ভেঙে দেওয়া হবে।
রাজ্যপালের কাছে নিজেদের অভিযোগের পক্ষে, তৃণমূল কংগ্রেস সাংসদ শুভেন্দু অধিকারীর বক্তব্যের সিডিও পাঠিয়েছেন বিরোধী দলনেতা।