দায়িত্বে ফিরছেন পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত ২ জেলাশাসক ও ৬ পুলিস সুপার

ভোটের ফলপ্রকাশের দুদিনের মধ্যে নগরপালের দায়িত্ব ফিরে পান  রাজীব কুমার। এবার পালা অপসারিত বাকি জেলাশাসক ও পুলিস সুপারদের। পক্ষপাতিত্বের অভিযোগে ভোটের আগে মোট ৬৮জন পুলিস অফিসার ও আমলাকে সরিয়ে দেয় কমিশন। ভোট মিটলেই প্রত্যেককে সসম্মানে স্বপদে ফিরিয়ে আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো, ফিরছেন দুই জেলাশাসক ও ছয় পুলিস সুপার। 

Updated By: May 24, 2016, 10:25 AM IST
দায়িত্বে ফিরছেন পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত ২ জেলাশাসক ও ৬ পুলিস সুপার

ওয়েব ডেস্ক: ভোটের ফলপ্রকাশের দুদিনের মধ্যে নগরপালের দায়িত্ব ফিরে পান  রাজীব কুমার। এবার পালা অপসারিত বাকি জেলাশাসক ও পুলিস সুপারদের। পক্ষপাতিত্বের অভিযোগে ভোটের আগে মোট ৬৮জন পুলিস অফিসার ও আমলাকে সরিয়ে দেয় কমিশন। ভোট মিটলেই প্রত্যেককে সসম্মানে স্বপদে ফিরিয়ে আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো, ফিরছেন দুই জেলাশাসক ও ছয় পুলিস সুপার। 

দক্ষিণ ২৪ পরগনায় জেলাশাসকের দায়িত্বে ফিরছেন পিবি সেলিম। হুগলিতে জেলাশাসকের দায়িত্ব ফিরে পাচ্ছেন সঞ্জয় বনশল। দায়িত্বে ফিরছেন ছয় পুলিস সুপারও। উত্তর ২৪ পরগনায় পুলিস সুপারের দায়িত্বে ফিরছেন তন্ময় রায়চৌধুরী। মালদহে পুলিস সুপার হয়ে ফিরছেন প্রসূণ বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে ফের পুলিস সুপার কুণাল আগরওয়াল। দক্ষিণ দিনাজপুরে পুলিস সুপার হয়ে ফিরছেন অর্ণব ঘোষ। নদিয়ায় পুলিস সুপারের দায়িত্বে ফিরছেন ভাস্কর মুখোপাধ্যায়। বীরভূমে ফের পুলিস সুপারের দায়িত্ব পাচ্ছেন মুকেশ কুমার।

স্বরাষ্ট্র কর্মিবর্গ দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। আজ এদের স্বপদে পুনর্বহাল নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।

.