ভাঙড়ে ফের সিন্ডিকেট দৌরাত্ম্য, মহিলা-শিশু সহ জখম ৯

ভাঙড়ে ফের সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগ। ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানার কাঁঠালবেড়িয়ায়। সেখানেই জমি দখলকে ঘিরে সংঘর্ষ হয়। ঘটনায় গ্রেফতার তৃণমূল উপপ্রধান সঞ্জয় পৈলানের ৪ অনুগামী। অভিযোগ উঠেছে যে, সম্প্রতি এলাকায় ওই তৃণমূল নেতা সিন্ডিকেট চালাচ্ছিলেন। ঘটনার প্রতিবাদ করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। এরপরই অভিযোগ উঠেছে যে, প্রধাণত এরই বদলা নিতে পার্টি অফিসে উপপ্রধানের অনুগামীরা হামলা চালায়। মারামারির মাঝে পড়ে মহিলা-শিশু সহ ৯ জন জখম হন। বন্দুকের বাট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ ওঠে। আজ সকালে ঘটনার প্রতিবাদে এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।

Updated By: Oct 15, 2016, 03:37 PM IST
ভাঙড়ে ফের সিন্ডিকেট দৌরাত্ম্য, মহিলা-শিশু সহ জখম ৯

ওয়েব ডেস্ক: ভাঙড়ে ফের সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগ। ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানার কাঁঠালবেড়িয়ায়। সেখানেই জমি দখলকে ঘিরে সংঘর্ষ হয়। ঘটনায় গ্রেফতার তৃণমূল উপপ্রধান সঞ্জয় পৈলানের ৪ অনুগামী। অভিযোগ উঠেছে যে, সম্প্রতি এলাকায় ওই তৃণমূল নেতা সিন্ডিকেট চালাচ্ছিলেন। ঘটনার প্রতিবাদ করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। এরপরই অভিযোগ উঠেছে যে, প্রধাণত এরই বদলা নিতে পার্টি অফিসে উপপ্রধানের অনুগামীরা হামলা চালায়। মারামারির মাঝে পড়ে মহিলা-শিশু সহ ৯ জন জখম হন। বন্দুকের বাট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ ওঠে। আজ সকালে ঘটনার প্রতিবাদে এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।

আরও পড়ুন সচিন-দীপা নিজেরা 'ভুল' করে সবাইকে আবারও শেখালেন, উপহার দেওয়ার নিয়ম

আরও পড়ুন অফিসে হোক কিংবা বাড়িতে, জানুন বেশিক্ষণ বসে থাকলে আপনার কী ক্ষতি হবে

.