চা বাগান শ্রমিকদের দূরাবস্থা

পাঁচ মাস বেতন মেলেনি। টাকা কাটা হলেও পিএফ, গ্র্যাচুইটি, এলআইসির টাকা জমাই দেওয়া হয়নি। চা বাগান বন্ধ। অথচ বাইরে বাগান খুলে রাখার প্রচারের অভিযোগ। নাগেশ্বরী চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন এক শ্রমিক। অন্যদিকে বন্ধ সুরেন্দ্রনগর চা বাগানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ির গৃহবধূরা। চা শ্রমিকদের দুরবস্থা জারি। এবার বাগান মালিকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শ্রমিক। গত মঙ্গলবার মেটেলির নাগেশ্বরী চা বাগানে বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়ে চলে যান ম্যানেজার। অবশ্য শ্রমিক বিক্ষোভে সেদিন বিকেলেই তা প্রত্যাহার করে নেওয়া হয় ওই নোটিস। অথচ পাঁচদিন পেরিয়ে গেলেও বাগানে ঝুলছে তালা। অথচ বাগান খোলা রয়েছে বলে বাইরে তা প্রচার করছেন কর্তৃপক্ষ।এমনটাই অভিযোগ শ্রমিকদের। প্রতিবাদে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ ঠুকে দেন এক শ্রমিক। বাগানের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মেটেলি থানায় প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ জানান তিনি।

Updated By: Jan 18, 2016, 08:54 AM IST
 চা বাগান শ্রমিকদের দূরাবস্থা

ওয়েব ডেস্ক: পাঁচ মাস বেতন মেলেনি। টাকা কাটা হলেও পিএফ, গ্র্যাচুইটি, এলআইসির টাকা জমাই দেওয়া হয়নি। চা বাগান বন্ধ। অথচ বাইরে বাগান খুলে রাখার প্রচারের অভিযোগ। নাগেশ্বরী চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন এক শ্রমিক। অন্যদিকে বন্ধ সুরেন্দ্রনগর চা বাগানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ির গৃহবধূরা। চা শ্রমিকদের দুরবস্থা জারি। এবার বাগান মালিকের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শ্রমিক। গত মঙ্গলবার মেটেলির নাগেশ্বরী চা বাগানে বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়ে চলে যান ম্যানেজার। অবশ্য শ্রমিক বিক্ষোভে সেদিন বিকেলেই তা প্রত্যাহার করে নেওয়া হয় ওই নোটিস। অথচ পাঁচদিন পেরিয়ে গেলেও বাগানে ঝুলছে তালা। অথচ বাগান খোলা রয়েছে বলে বাইরে তা প্রচার করছেন কর্তৃপক্ষ।এমনটাই অভিযোগ শ্রমিকদের। প্রতিবাদে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ ঠুকে দেন এক শ্রমিক। বাগানের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মেটেলি থানায় প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ জানান তিনি।
অন্যদিকে ডুয়ার্সের বন্ধ সুরেন্দ্রনগর চা বাগানে সহযোগিতার হাত বাড়ালেন জলপাইগুড়ির গৃহবধূরা। অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান তাঁরা। নিজেদের রোজগারের অর্থ এবং পাড়ায় পাড়ায় চাঁদা তুলে কম্বল এবং খাবারের প্যাকেট শ্রমিকদের হাতে তুলে দেন তাঁরা। দুঃস্থ, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুব খুশি।

.