চা শ্রমিকদের নিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী: অশোক

Updated By: Nov 7, 2015, 10:04 PM IST
চা শ্রমিকদের নিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী: অশোক

ওয়েব ডেস্ক: চাবাগানে মৃত্যু মিছিল চলছেই। মালবাজারের বাগরাকোটের পর এবার আলিপুরদুয়ারের ধুমচিপাড়া চাবাগান। মৃত্যু হল আরও দুই চাশ্রমিকের। একজন শঙ্কর পাইক, অন্যজন মোতিয়া কেরকেট্টা। ধুমচিপাড়া চাবাগান হাসপাতালের ডাক্তাররা বলছেন, অপুষ্টির কারণেই মৃত্যু হয়েছে দুজনের। যদিও বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিডিওর দাবি, চাবাগানে অপুষ্টির জেরে মৃত্যুর খবর তাঁদের কাছে নেই। গত প্রায় ছমাস ধরে অচলাবস্থা চলছে ডানকানস গ্রুপের চাবাগানগুলিতে। এর আগে ডানকানসের বাগরাকোট চাবাগানে তেরোজন চাশ্রমিকের মৃত্যু হয়। অভাবের তাড়নায় মৃত্যু এবার থাবা বসাল ধুমচিপাড়া চাবাগানে। ছমাস ধরে বেতন নেই। নেই রেশন। বিল বাকি থাকায় বাড়ি থেকে কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের কানেকশন। পিএফের টাকাও ঠিকমতো জমা পড়ছে না। ছমাস ধরে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন ধুমচিপাড়া বাগানের শ্রমিকরা। অথচ মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। নোটিস দিয়ে চাবাগান বন্ধ করার কথা জাজানো হয়নি। অথচ কর্মীরা তাঁদের প্রাপ্যটুকুও পাচ্ছেন না। অর্ধাহারে, অনাহারে ধুঁকছেন চাশ্রমিকরা। মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে।

চা শ্রমিকদের নিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী। আন্তরিকার অভাব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বারবার চিঠি দিলেও মুখ্যমন্ত্রী কোনও গুরুত্বই দেননি বলে অভিযোগ করলেন অশোক ভট্টাচার্য।

.