এক শিক্ষিকার শ্লীলতাহানি
এক শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়াল সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডে। গতকাল রাতে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিলেন সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের ওই শিক্ষিকা। বাড়ি পৌছনর একটু আগে এক যুবক আচমকা ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। তাঁর হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। শিক্ষিকার দাবি, তাঁকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা হয়।
![এক শিক্ষিকার শ্লীলতাহানি এক শিক্ষিকার শ্লীলতাহানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/12/27972-molles.jpg)
সোদপুর: এক শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়াল সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডে। গতকাল রাতে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিলেন সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের ওই শিক্ষিকা। বাড়ি পৌছনর একটু আগে এক যুবক আচমকা ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। তাঁর হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। শিক্ষিকার দাবি, তাঁকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা হয়।
চিত্কার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন বেরিয়ে আসেন। তাঁরা ওই যুবককে আটকাতে গেলে তাঁদের ওপরেও সে আক্রমণ করে বলে অভিযোগ। যুবককে ঘিরে নিয়ে ধরে ফেলেন বাসিন্দারা। চলে গণপিটুনি। খড়দহ থানার পুলিস ঘটনাস্থলে এলে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম সোমনাথ ওঁরাও। সে ওই এলাকার বাসিন্দা নয়।