বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা নির্ধারণে নামল বন দফতর

বাঘের সংখ্যা নির্ধারণের জন্য বক্সার জঙ্গলে বাঘের মল সংগ্রহের কাজ শুরু করলো বন দফতর। গতবছরও একই পদ্ধতিতে বাঘের মল সংগ্রহকরা হয়। সংগৃহীত মলের ডিএনএ টেস্টও করা হয়।

Updated By: Dec 18, 2011, 06:54 PM IST

বাঘের সংখ্যা নির্ধারণের জন্য বক্সার জঙ্গলে বাঘের মল সংগ্রহের কাজ শুরু করলো বন দফতর। গতবছরও একই পদ্ধতিতে বাঘের মল সংগ্রহকরা হয়। সংগৃহীত মলের ডিএনএ টেস্টও করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বক্সার জঙ্গলে কুড়িটি বাঘের অস্তিত্ব রয়েছে বলে জানায় বন দফতর। সেই পরিসংখ্যান পুনরায় মিলিয়ে দেখার জন্য নতুন করে বাঘের মল সংগ্রহের কাজ শুরু করল বন দফতর।

.