সুন্দরবনের কুলতলিতে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ

সুন্দরবনের কুলতলিতে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। আজমলমারির জঙ্গল থেকে বাঘটি ঢুকেছে।  বাঘ যাতে ঘন জনবসতিপূর্ণ এলাকায় না যেতে  তাই গ্রামের তিনদিক জাল দিয়ে ঘিরে রেখেছে বনকর্মীরা। ফাঁকা রাখা রয়েছে ঠাকুরাণ নদীর দিকটি। যাতে বাঘ পূনরায় বনে ফিরে যেতে পারে। এছাড়াও গ্রামের মধ্যে দুটি লোহার খাঁচা পেতেছে বনদফতর। খাঁচায় টোপ দেওয়া হয়েছে দুটি ছাগল। এদিকে গ্রামে বাঘ ঢুকে যাওয়ায় দরজা-জানলা বন্ধ করে আতঙ্কে দিন কাটচ্ছেন গ্রামবাসীরা। বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না শিশুদের।

Updated By: Dec 13, 2016, 01:26 PM IST
সুন্দরবনের কুলতলিতে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ

ওয়েব ডেস্ক: সুন্দরবনের কুলতলিতে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। আজমলমারির জঙ্গল থেকে বাঘটি ঢুকেছে।  বাঘ যাতে ঘন জনবসতিপূর্ণ এলাকায় না যেতে  তাই গ্রামের তিনদিক জাল দিয়ে ঘিরে রেখেছে বনকর্মীরা। ফাঁকা রাখা রয়েছে ঠাকুরাণ নদীর দিকটি। যাতে বাঘ পূনরায় বনে ফিরে যেতে পারে। এছাড়াও গ্রামের মধ্যে দুটি লোহার খাঁচা পেতেছে বনদফতর। খাঁচায় টোপ দেওয়া হয়েছে দুটি ছাগল। এদিকে গ্রামে বাঘ ঢুকে যাওয়ায় দরজা-জানলা বন্ধ করে আতঙ্কে দিন কাটচ্ছেন গ্রামবাসীরা। বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না শিশুদের।

আরও পড়ুন শিখে নিন কীভাবে বাড়িতে বানাবেন ‘গাজরের হালুয়া’

.