তিস্তায় গাড়ি উল্টিয়ে মৃত ৬, নিখোঁজ ১০

তিস্তায় উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি। কালিম্পঙের কাছে ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাত নটা নাগাদ কালিম্পং মহকুমার তিস্তা বাজারের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার জলে পড়ে যায়। গাড়িতে ১৭ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই তিস্তা বাজারের কাছে ত্রিবেনীতে মেলা দেখে ফিরছিলেন। সেখান থেকে মাল্লিতে ফিরছিলেন তাঁরা। কাল রাতেই পাঁচজনের দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। আজ সকালে তিস্তার পাড় থেকে আরও একটি দেহ উদ্ধার করা হয়। এ রাত পর্যন্ত নিখোঁজ আরওএগারোজন। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু।
দুর্ঘটনায় আহত ছজনকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বেলা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে খোঁজ মিলেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ কালিম্পং মহকুমার তিস্তা বাজারের কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। গাড়িতে ২২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই তিস্তা বাজারের কাছে ত্রিবেণীর মেলা দেখে মাল্লিতে ফিরছিলেন।  

English Title: 
tista acci, death 6
Home Title: 

তিস্তায় গাড়ি উল্টিয়ে মৃত ৬, নিখোঁজ ১০

No
10796
Is Blog?: 
No
Section: