মমতায় 'না' অধীরের, মানসের মমতার বন্ধুত্বে সায়

জোট প্রশ্নে বিভাজন  কংগ্রেসের অন্দরে। জোট চাইছেন না প্রদেশ কংগ্রেসের বেশিরভাগ নেতা। কিন্তু অধীর চৌধুরীদের একেবারে বিপরীত মেরুতে গিয়ে তৃণমূলের পক্ষে সওয়াল মানস ভুঁইঞার।  

Updated By: Dec 9, 2015, 11:49 PM IST
মমতায় 'না' অধীরের, মানসের মমতার বন্ধুত্বে সায়

ওয়েব ডেস্ক: জোট প্রশ্নে বিভাজন  কংগ্রেসের অন্দরে। জোট চাইছেন না প্রদেশ কংগ্রেসের বেশিরভাগ নেতা। কিন্তু অধীর চৌধুরীদের একেবারে বিপরীত মেরুতে গিয়ে তৃণমূলের পক্ষে সওয়াল মানস ভুঁইঞার।  

জোট নিয়ে জল্পনা শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধান্দাবাজ বললেন অধীর চৌধুরী।

ঠিক উল্টো সুর শোনা গেল, প্রাক্তন প্রদেশ সভাপতির গলায়।

কংগ্রেসের এটা চেনা ছবি। জোট নিয়ে কখনও একসুরে কথা বলতে দেখা যায়নি সব প্রদেশ নেতাকে। তবে এবারের ছবিটা একটু হলেও ভিন্ন।  সিপি যোশীর সঙ্গে বৈঠকে এক বিধায়ক ছাড়া সব সাংসদ ও জেলা সভাপতিরা জানিয়েদিয়েছিলেন, তৃণমূলের সঙ্গে জোট মৃত্যুর সামিল। কলকাতা ছাড়ার আগে সিপি যোশী বুঝে গিয়েছিলেন অধীর বাহিনী এবার জোটের তীব্র বিরোধী। কিন্তু গত আটচল্লিশ ঘণ্টায় ঘটে গিয়েছে অনেক ঘটনা। ফের কংগ্রেসের কাছে আসার জন্য কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সরব হতে। মমতা দাঁড়াচ্ছেন সোনিয়ার পাশে। আর এসব দেখে কংগ্রেস-তৃণমূল জোট জল্পনা তুঙ্গে। সুযোগ বুঝে সুর নরম করতে শুরু করেছেন সবংয়ে কয়েক হাজার  ভোটে  পিছিয়ে থাকা মানস ভুঁইঞারাও।

তাহলে হচ্ছে টা কি?  কোন সমীকরণের দিকে যাবে প্রদেশ কংগ্রেস?

.