অভিযোগকারীকে ফের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

দলেরই কর্মী খুনের চেষ্টায় অভিযুক্ত কামারহাটির কাউন্সিলর। অজিতা ঘোষের টিকিরও নাগাল পায়নি পুলিস। এদিকে অভিযোগকারীই ভুগছেন মৃত্যুর আতঙ্কে। অভিযোগ, তাঁকে হুমকি দিয়েছেন খোদ পুরপ্রধান। কীর্তিমান এই অজিতা ঘোষের আতঙ্কে থরহরি কামারহাটি। কাউন্সিলরের বিরুদ্ধে FIR করেছেন তাঁর দলেরই কর্মী। এদিকে, কাউন্সিলর বেপাত্তা। হুমকি পাচ্ছেন অভিযোগকারী।

Updated By: Jul 31, 2016, 12:02 PM IST
অভিযোগকারীকে ফের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : দলেরই কর্মী খুনের চেষ্টায় অভিযুক্ত কামারহাটির কাউন্সিলর। অজিতা ঘোষের টিকিরও নাগাল পায়নি পুলিস। এদিকে অভিযোগকারীই ভুগছেন মৃত্যুর আতঙ্কে। অভিযোগ, তাঁকে হুমকি দিয়েছেন খোদ পুরপ্রধান। কীর্তিমান এই অজিতা ঘোষের আতঙ্কে থরহরি কামারহাটি। কাউন্সিলরের বিরুদ্ধে FIR করেছেন তাঁর দলেরই কর্মী। এদিকে, কাউন্সিলর বেপাত্তা। হুমকি পাচ্ছেন অভিযোগকারী।

আরও পড়ুন- মুর্শিদাবাদে বামেদের শূন্য করে জিয়াগঞ্জ-আজিমগঞ্জও হয়তো এবার তৃণমূলের

যদিও, পুরপিতার গোপাল সাহার জবাব, অভিযোগকারী শিবু নাগকে হুমকি দেননি ওই পুরপ্রধান। তাঁর দাবি এটা ধমক মাত্র। আর এই নিয়েই চলছে বাকযুদ্ধ।

এদিকে, এই ঘটনায় ফের 'তদন্ত প্রভাবিত হচ্ছে' বলে দাবি উঠেছে এক তরফ থেকে। তবে কাউন্সিলর প্রশ্নে বেমালুম চুপ পুরপ্রধান। নাম শুনেই ঢোক গিলছেন। অন্যদিকে,  প্রাণহানির আশঙ্কায় ভুগছেন অভিযোগকারী। তাঁর দাবি 'বিচার পাব না?' তোলাবাজি বন্ধে কড়া হয়েছেন মুখ্যমন্ত্রী। হাতেগরম ফলও মিলেছে। এখন তিনিই ভরসা শিবু নাগের। চিঠি পাঠিয়েছেন কালীঘাটে।

.