মন্দির নির্মাণকে ঘিরে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ

একটি সরকারি জমিতে মন্দির নির্মাণকে ঘিরে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটল পুরুলিয়ার পারা থানার হেড়িয়া গ্রামে। গত কয়েকদিন ধরে ওই জমিতে মন্দির নির্মাণে বাধা দিচ্ছিলেন গ্রামবাসীদের একাংশ।

Updated By: Mar 30, 2012, 10:29 AM IST

একটি সরকারি জমিতে মন্দির নির্মাণকে ঘিরে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটল পুরুলিয়ার পারা থানার হেড়িয়া গ্রামে। গত কয়েকদিন ধরে ওই জমিতে মন্দির নির্মাণে বাধা দিচ্ছিলেন গ্রামবাসীদের একাংশ।
পঞ্চায়েতের তরফে অনুমতি মিললেও, গ্রামবাসীদের বক্তব্য ছিল ওই জমির কাছে শ্মশান রয়েছে। তাই সেখানে এই মন্দির তৈরি করা ঠিক নয়। অথচ গ্রামের তৃণমূল কংগ্রেস সমর্থকরা সেই কথা উপেক্ষা করেই, রাস্তার উপর ওই বিতর্কিত জমিতেই মন্দির নির্মাণ করছিল বলে অভিযোগ। তখনই দু`পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু`পক্ষের ১০ জন জখম হন। তাঁদের দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিআইএমের বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করেছে পুলিস। পুলিসি প্রহরায় হাসপাতালেই তাঁদের চিকিত্‍সা চলছে। অথচ তৃণমূলের কাউকে গ্রেফতার না করায়, এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে সিপিআইএম।

.