ফের ভাঙন তৃণমূলে, আসানসোলের প্রাক্তন মেয়র দল ছেড়ে কংগ্রেসে

ফের ভাঙন তৃণমূলে। আসানসোলের প্রাক্তন মেয়র ইন কাউন্সিল রবিউল ইসলাম আজ যোগ দিলেন কংগ্রেসে। তাঁর সঙ্গেই কংগ্রেসে যোগ দিয়েছেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। আজ বিধান ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূল ছেড়ে এসেই দলের দুর্নীতি নিয়ে সরব হন রবিউল।

Updated By: Feb 15, 2015, 07:02 PM IST

ওয়েব ডেস্ক: ফের ভাঙন তৃণমূলে। আসানসোলের প্রাক্তন মেয়র ইন কাউন্সিল রবিউল ইসলাম আজ যোগ দিলেন কংগ্রেসে। তাঁর সঙ্গেই কংগ্রেসে যোগ দিয়েছেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। আজ বিধান ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূল ছেড়ে এসেই দলের দুর্নীতি নিয়ে সরব হন রবিউল।

পরোক্ষে তোপ দাগেন মন্ত্রী এবং বিধায়কদের বিরুদ্ধে। প্রদেশ সভাপতিও এদিন তৃণমূল কংগ্রেস ভাঙার বিষয়ে জোর দিয়ে মত প্রকাশ করেন। তবে, কোনও দল ভাঙার দিকে যে কংগ্রেস তাকিয়ে নেই, তাও স্পষ্ট করে জানিয়ে দেন। মুকুল রায় কি কংগ্রেসে ফিরতে পারেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অধীরের জবাব, মুকুল রায়ের সঙ্গে  অমিত শাহের দোস্তি, অধীর চৌধুরীর নয়।

Tags:
.