ভোট করাতে দেওয়া হবে প্রশাসনিক মদত, জেলা সভাপতির বিতর্কিত মন্তব্যে কোচবিহারে বিপাকে তৃণমূল
পুরভোটের মুখে ফের বিতর্কে তৃণমূল। বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। ভোট করাতে প্রশাসনিক মদত দেওয়া হবে বলে কর্মীদের জানিয়ে দিলেন তিনি।
ব্যুরো: পুরভোটের মুখে ফের বিতর্কে তৃণমূল। বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। ভোট করাতে প্রশাসনিক মদত দেওয়া হবে বলে কর্মীদের জানিয়ে দিলেন তিনি।
তাঁর সাফ কথা, পুরভোটে সব কটি আসনে জিততেই হবে। তার জন্য প্রশাসনিক মদত সহ যা যা প্রয়োজন, সবই দেওয়া হবে । গত লোকসভা ও পঞ্চায়েতে যে কায়দায় ভোট করা হয়েছিল, সেই কায়দাতেই পুরভোট করার কথা বললেন তিনি। তবে, ভুল বুঝতে পেরে তড়িঘড়ি রবীন্দ্রনাথের বক্তব্য খণ্ডনে নেমে পড়েন তৃণমূলের মহাসচিব। কোনও প্রশাসনিক মদত দেওয়া হবে না বলে মন্তব্য তাঁর। প্রশাসন প্রশাসনের কাজ করবে বলে জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়।