আলিপুরদুয়ার পুরসভাও হাতছাড়া হচ্ছে বামেদের

রাজ্যের আরও একটি পুরবোর্ড দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার আলিপুরদুয়ার পুরসভা হাতছাড়া হতে চলছে বামফ্রন্টের। এক কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় পালাবদল ঘটতে চলেছে উত্তরবঙ্গের এই পুরবোর্ডে।

Updated By: Jul 19, 2014, 11:30 AM IST

আলিপুরদুয়ার: রাজ্যের আরও একটি পুরবোর্ড দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার আলিপুরদুয়ার পুরসভা হাতছাড়া হতে চলছে বামফ্রন্টের। এক কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় পালাবদল ঘটতে চলেছে উত্তরবঙ্গের এই পুরবোর্ডে।

২০ আসনের আলিপুরদুয়ার পুরসভায় এখন ১২টি আসন তৃণমূলের দখলে চলে গেল। বামেদের দখলে এখন ৮টি আসন।

আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণা করার পর থেকেই এখানে আধিপত্য আরও বেশি করে বিস্তার করতে শুরু করেছে তৃণমূল। এই পুরোবর্ড দখলের পর বিজয়উত্‍সব শুরু হয়ে যায়। মানুষের হয়ে উন্নয়নের কাজ করাই লক্ষ্য বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

.