আজ মকর সংক্রান্তি, ইন্টারনেটের যুগে বাঙালির হেঁসেলে পিঠে-পুলির শূন্যতা
আজ মকর স্নান। এই উপলক্ষ্যে একসময় গ্রাম বাংলায় জমে উঠত মকর-হাট। মকর সংক্রান্তির অন্তত এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যেত কেনা-বেচা। কিন্তু আজ শপিং মল আর অনলাইন কেনা-বেচার দাপটে সেই গ্রামের হাট হারিয়ে গিয়েছে। উধাও হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পিঠেপুলিও।
ব্যুরো: আজ মকর স্নান। এই উপলক্ষ্যে একসময় গ্রাম বাংলায় জমে উঠত মকর-হাট। মকর সংক্রান্তির অন্তত এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যেত কেনা-বেচা। কিন্তু আজ শপিং মল আর অনলাইন কেনা-বেচার দাপটে সেই গ্রামের হাট হারিয়ে গিয়েছে। উধাও হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পিঠেপুলিও।
পুজোর পর বাজার ভাল হতো এই সময়। যখন মকর সংক্রান্তিতে জমে উঠত গ্রামের হাট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাটের জৌলুসও হারিয়ে গিয়েছে। হাট বসলেও কেনাকাটা খুবই কম। মল বা মোবাইল মার্কেটিং করা নতুন প্রজন্মকেও তাই আর খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে গ্রামের হাটে।
সংক্রান্তির রাত জাগাতেও হাজির শুধু বড়রা। ছোটরা কেবল মোবাইলে হ্যাপি মকর মেসেজ পাঠিয়েই দায় সারছেন।
মকর-হাটের সঙ্গেই সংকটে পিঠে-পুলিও। গুড়, নারকেল সহ সব জিনিসের বাজার আগুন। তাই হাতে গোনা কয়েকটি পিঠে বাদ দিয়ে বেশিরভাগ পিঠেই আজ হারিয়ে গিয়েছে। স্বাদহীন হয়ে পড়েছে গ্রামবাংলার উত্সব মকরসংক্রান্তিও।