'আজ বিজয় দিবস, আজ বিজয় দিবস'
ন্যানো। সরকার বদলে দেওয়া একটা গাড়ি। সেদিন, ১৩ মে, ২০১১, ৩৪ বছরের বাম শাসনকে ছিন্নমূলের মত উৎখাত করে দিয়েছিল বাংলার মানুষ। পরিবর্তন এসেছিল বাংলায়। পরিবর্তনের 'সুনামি' একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল লাল নিশান। লড়াইটা ছিল ২০০৬ থেকে। কৃষি জমিতে শিল্প না কৃষিই হবে! টাটার গাড়ি বানানোর কারখানা হবে তিন ফসলা জমিতে না কৃষিই হবে সিঙ্গুরের ভবিষ্যৎ! তর্ক বিতর্ক যাই থাকুক সিঙ্গুরের জমি অধিগ্রহণ যে ভালো চোখে নেয়নি বাংলার মানুষ তা ভোট বাক্সেই প্রমাণিত হয়েছে। একবার নয় বার বার। ২০০৯ লোকসভা নির্বাচন, শেষের শুরু বামেদের। ২০১১ বিধানসভা নির্বাচন লাল সূর্যের অস্ত যাওয়ার প্রথম অধ্যায়। সব হারানোর সেই শুরু। পঞ্চায়েত থেকে পুরসভা। গ্রাম সমিতি থেকে জেলা পরিষদ জোড়াফুলের জোয়ার। তবে তর্কটা থামেনি। সিঙ্গুরে বামেদের জমি অধিগ্রহণ কী ঠিক না ভুল? ঐতিহাসিক ভুল ছিল, আজকের সর্বোচ্চ আদালতের রায়ে এটাই প্রমাণিত হয়ে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 'সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ'।
সিঙ্গুর: ন্যানো। সরকার বদলে দেওয়া একটা গাড়ি। সেদিন, ১৩ মে, ২০১১, ৩৪ বছরের বাম শাসনকে ছিন্নমূলের মত উৎখাত করে দিয়েছিল বাংলার মানুষ। পরিবর্তন এসেছিল বাংলায়। পরিবর্তনের 'সুনামি' একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল লাল নিশান। লড়াইটা ছিল ২০০৬ থেকে। কৃষি জমিতে শিল্প না কৃষিই হবে! টাটার গাড়ি বানানোর কারখানা হবে তিন ফসলা জমিতে না কৃষিই হবে সিঙ্গুরের ভবিষ্যৎ! তর্ক বিতর্ক যাই থাকুক সিঙ্গুরের জমি অধিগ্রহণ যে ভালো চোখে নেয়নি বাংলার মানুষ তা ভোট বাক্সেই প্রমাণিত হয়েছে। একবার নয় বার বার। ২০০৯ লোকসভা নির্বাচন, শেষের শুরু বামেদের। ২০১১ বিধানসভা নির্বাচন লাল সূর্যের অস্ত যাওয়ার প্রথম অধ্যায়। সব হারানোর সেই শুরু। পঞ্চায়েত থেকে পুরসভা। গ্রাম সমিতি থেকে জেলা পরিষদ জোড়াফুলের জোয়ার। তবে তর্কটা থামেনি। সিঙ্গুরে বামেদের জমি অধিগ্রহণ কী ঠিক না ভুল? ঐতিহাসিক ভুল ছিল, আজকের সর্বোচ্চ আদালতের রায়ে এটাই প্রমাণিত হয়ে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 'সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ'।
Today is Bijoy Dibas! Today is Nyay Dibas. Today is Victory Day. Today is Justice Day. #Singur
— অগ্নিভ নিয়োগী (@Aagan86) August 31, 2016
Didi @MamataOfficial had said again and again farmers in Singur will get justice. Her promise will be fulfilled now!
— অগ্নিভ নিয়োগী (@Aagan86) August 31, 2016
আর এই খবর টেলিভিশনে টেলিভশনে ব্রেক হতেই আজই যেন সবুজ বসন্ত তৃণমূলের অন্দরে। সবুজ আবিরে আবির বোধন শুরু হয়ে গিয়েছে সিঙ্গুরে। তৃণমূলের দ্বিতীয়বারের জয়ের পর সিঙ্গুরে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই জমি ফেরত কেবল সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।