ঠাকুর দেখতে গিয়ে বন্ধুকে ট্রেন থেকে ফেলে দিল দুই যুবক

চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে বন্ধুকে খুনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসতের কদম্বগাছিতে। অভিযুক্ত দুই যুবককে গণপ্রহার দেয় উত্তেজিত জনতা। কোনওরকমে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বারাসত জিআরপি। 

Updated By: Oct 25, 2012, 03:17 PM IST

চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে বন্ধুকে খুনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসতের কদম্বগাছিতে। অভিযুক্ত দুই যুবককে গণপ্রহার দেয় উত্তেজিত জনতা। কোনওরকমে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বারাসত জিআরপি। 
নবমীর দিন রাতে বারাসতের হেমন্ত কলোনির বাসিন্দা কৌশিক রায়কে ঠাকুর দেখতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় দুই যুবক। এদের মধ্যে একজন কৌশিকের বন্ধু সুমন। দশমীর দিন সকালে বারাসত-হাসনাবাদ লাইনের কদম্বগাছি স্টেশনে রক্তাক্ত অবস্থায় কৌশিককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোররাতে কৌশিকের মৃত্যু হয়।
কৌশিকের মৃত্যুর খবর পেতেই উত্তেজনা ছড়ায় হেমন্ত কলোনি এলাকায়।দুর্ঘটনার কোনও খবর কৌশিকের বাড়িতে জানায়নি সুমন কিংবা তার  সঙ্গী।ফলে তার মৃত্যুর খবর পৌঁছতেই সুমনকে বাড়ি থেকে বার করে শুরু হয় গণপ্রহার। কোনওরকমে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বারাসত জিআরপি। অভিযুক্ত আরেক যুবককে সকালে হাসনাবাদ লোকাল থেকে নামিয়ে নেয় উত্তেজিত জনতা।

.