আজকেও বাতিল করা হল ৩৫ টি লোকাল ও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন

আজকেও বাতিল করা হল ৩৫ টি লোকাল ও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করা যায়নি। বিপর্যস্ত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেন চালানো হচ্ছে সাঁতরাগাছি থেকে। বাতিল করা হয়েছে ১০ টি পাঁশকুড়া-হাওড়া ইএমইউ লোকাল। চার জোড়া মেচেদা-হাওড়া ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি হাওড়া-আমতা লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট-হাওড়া ইএমইউ লোকাল ট্রেনও।

Updated By: Sep 7, 2016, 09:30 AM IST
আজকেও বাতিল করা হল ৩৫ টি লোকাল ও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন

ওয়েব ডেস্ক: আজকেও বাতিল করা হল ৩৫ টি লোকাল ও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করা যায়নি। বিপর্যস্ত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেন চালানো হচ্ছে সাঁতরাগাছি থেকে। বাতিল করা হয়েছে ১০ টি পাঁশকুড়া-হাওড়া ইএমইউ লোকাল। চার জোড়া মেচেদা-হাওড়া ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি হাওড়া-আমতা লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট-হাওড়া ইএমইউ লোকাল ট্রেনও।

এর পাশাপাশি বাতিল হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও। বাতিল হয়েছে হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস। হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। সাঁতরাগাছি -পুরুলিয়া রুপসী বাংলা এক্সপ্রেস। বাতিল হয়েছে ইস্পাত এক্সপ্রেস ও পুরুলিয়া এক্সপ্রেসও।

.