জঙ্গলেমহলে রাতের ট্রেন: এক্সক্লুসিভ

রাজ্যের জঙ্গলমহলের তিন জেলা ছুঁয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলে। দূরপাল্লার এই ট্রেনগুলিতে কেমন থাকে নিরাপত্তার ব্যবস্থা? সরেজমিনে তদন্তে নামল ২৪ ঘণ্টা। এক্সক্লুসিভ রিপোর্ট।

Updated By: Jun 14, 2013, 09:43 PM IST

রাজ্যের জঙ্গলমহলের তিন জেলা ছুঁয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলে। দূরপাল্লার এই ট্রেনগুলিতে কেমন থাকে নিরাপত্তার ব্যবস্থা? সরেজমিনে তদন্তে নামল ২৪ ঘণ্টা। এক্সক্লুসিভ রিপোর্ট
হাওড়া থেকে আদ্রা-চক্রধরপুর-বোকারো প্যাসেঞ্জার। ট্রেনে যাত্রীদের সঙ্গী ছিল ২৪ ঘণ্টা। রাত্রি দেড়টায় ট্রেন খড়গপুরে পৌঁছলেও দেখা নেই নিরাপত্তারক্ষীদের। রাত্রি ২ টো বেজে ২০ মিনিট। জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকা দিয়ে ছুটল ২২ কামরার আদ্রা-চক্রধরপুর-বোকারো প্যাসেঞ্জার। রাত্রি সাড়ে ৩ টে নাগাদ পশ্চিম মেদিনীপুরের পিয়ারডোবা থেকে ট্রেনে উঠল আরপিএফের ১৪ জনের একটি দল। চলল তল্লাসি। প্রায় ঘণ্টাখানেক ট্রেনে থাকার পর নেমেও গেল আরপিএফ। তারপর থেকে আবারও নিরাপত্তাহীন বাইশ কামরার আদ্রা-চক্রধরপুর-বোকারো প্যাসেঞ্জার। পিয়ারডোবা ছাড়ার পরেই ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে পড়ল কয়েকজন। কোনওরকম তল্লাসি ছাড়াই!
 

.