সিপিআইএমের জাঠায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ

সিপিআইএমের জাঠায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এই ঘটনায় জখম হয়েছেন কৃষকসভার নেতা তরুণ রায়। জখম হয়েছেন আরও কয়েকজন বাম সমর্থক। অভিযোগ, জাঠা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কিছু লোক লাঠিসোটা নিয়ে জাঠায় হামলা চালায়। ঘটনার সময় জেলাতেই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তিনি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Updated By: Oct 18, 2014, 02:54 PM IST

পটাশপুর: সিপিআইএমের জাঠায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এই ঘটনায় জখম হয়েছেন কৃষকসভার নেতা তরুণ রায়। জখম হয়েছেন আরও কয়েকজন বাম সমর্থক। অভিযোগ, জাঠা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কিছু লোক লাঠিসোটা নিয়ে জাঠায় হামলা চালায়। ঘটনার সময় জেলাতেই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তিনি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিরোধী সলনেতা সূর্যকান্ত মিশ্র ২৪ ঘণ্টাকে টেলিফোনে জানিয়েছেন, "আমাদের মিছিলে ওপর হামলা হয়। গতকালও একটি সমাবেশে হামলা হয়। আজকে একটি মিছিলে আমাদের নেতারা আক্রান্ত হন। পুলিস কোথায় ঘটনা ঘটেছে সেটাই প্রথমে বলতে পারছিল না। পরে পুলিস দু'জনকে উদ্ধার করে নিয়ে আসে। আমি এখন যাচ্ছি। আগামিকাল ঘটনার ধিক্কার জানানো হবে।"

 

.