দলেরই কর্মীদের কাছে আক্রান্ত বাঁকুড়া জেলা তৃণমূল সভানেত্রী আদরি সেন

বাঁকুড়ায় আক্রান্ত তৃণমূলের জেলা সভানেত্রী আদরি সেন। অভিযুক্ত দলেরই অন্য গোষ্ঠী। গতকাল রাতে তালডাংরা থানার পাঁচমুড়া গ্রামের মহিলা তৃণমূল কার্যালয়ে বসেছিলেন আদরি সেন। অভিযোগ, রাত সাড়ে ৮টা নাগাদ প্রায় দেড়শো জনের একটি দুষ্কৃতী দল দলীয় কার্যালয়ে চড়াও হয়। মারধর করে আদরি সেনকে। আহত অবস্থায় কোনওরকমে এলাকা ছেড়ে বাঁচেন তিনি। রাতেই তালডাংরা থানায় দলেরই অন্য গোষ্ঠীর তেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আদরি দেবি। তাঁর অভিযোগ, হামলার পিছনে রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম গরাই। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানান আদরি।

Updated By: Sep 6, 2015, 01:58 PM IST
দলেরই কর্মীদের কাছে আক্রান্ত বাঁকুড়া জেলা তৃণমূল সভানেত্রী আদরি সেন

ওয়েব ডেস্ক:বাঁকুড়ায় আক্রান্ত তৃণমূলের জেলা সভানেত্রী আদরি সেন। অভিযুক্ত দলেরই অন্য গোষ্ঠী। গতকাল রাতে তালডাংরা থানার পাঁচমুড়া গ্রামের মহিলা তৃণমূল কার্যালয়ে বসেছিলেন আদরি সেন। অভিযোগ, রাত সাড়ে ৮টা নাগাদ প্রায় দেড়শো জনের একটি দুষ্কৃতী দল দলীয় কার্যালয়ে চড়াও হয়। মারধর করে আদরি সেনকে। আহত অবস্থায় কোনওরকমে এলাকা ছেড়ে বাঁচেন তিনি। রাতেই তালডাংরা থানায় দলেরই অন্য গোষ্ঠীর তেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আদরি দেবি। তাঁর অভিযোগ, হামলার পিছনে রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম গরাই। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানান আদরি।

.