অজানা জ্বরের থাবা এবার পশ্চিম মেদিনীপুরে

এবার পশ্চিম মেদিনীপুরে অজানা জ্বরের থাবা। মেদিনীপুর সদর ব্লকের কোলসন্ডা গ্রামে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন দুজন। মৃতদের নাম অর্জুন হাঁসদা এবং বৈদ্যনাথ কিস্কু। গত বৃহস্পতিবার এঁদের দুজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গত শুক্রবার তাঁদের মৃত্যু হয়।

Updated By: Nov 2, 2014, 06:28 PM IST

ওয়েব ডেস্ক: এবার পশ্চিম মেদিনীপুরে অজানা জ্বরের থাবা। মেদিনীপুর সদর ব্লকের কোলসন্ডা গ্রামে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন দুজন। মৃতদের নাম অর্জুন হাঁসদা এবং বৈদ্যনাথ কিস্কু। গত বৃহস্পতিবার এঁদের দুজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গত শুক্রবার তাঁদের মৃত্যু হয়।

গ্রামের আরও দুজন জ্বরে আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন। এলাকায় মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করছেন জেলার স্বাস্থ্যকর্মীরা। তবে জ্বরের সঠিক কারণ এখনও জানা যায়নি। যদিও এনসেফ্যালাইটিস বলে প্রাথমিক অনুমান করছেন জেলা স্বাস্থ্যকর্তারা।

.