বিশ্বভারতী: নির্যাতিতার বাবার ন'দফা দাবি মানল কর্তৃপক্ষ

বিশ্বভারতী একশো আশি ডিগ্রি ঘুরে। নির্যাতিতার বাবার ন দফা দাবি, মেনে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মুখ্য দাবি ছিল, ক্ষতিপূরণ দেওয়া হবে। মেয়েটি বিশ্বভারতীতে পড়তে চাইলে বিশ্বভারতী সমস্ত খরচ বহন করবে। এই ঘটনায় পুনরায় তদন্তের দাবি করলে বিশ্বভারতী সেটা করবে। কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানার বিরুদ্ধে দুর্বব্যবহারের অভিযোগ। উপাচার্য ডঃ সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। স্বীকার করে নিয়ে যাবতীয় দায়ভার নিয়েছে বিশ্বভারতী। ঘটনায় মূল চার অভিযুক্তের বিষয়ে যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে, তার আরেকটি কপি এবং হাইকোর্টের রায়, যে রায়ের ভিত্তিতে ওদের আবার পড়তে দেওয়া হয়েছে, তা দেবেন। চোদ্দ মাস ধরে বিশ্বভারতীর কর্তৃপক্ষের দ্বারা হয়রানির শিকার, তাতে বিশ্বভারতী ক্ষমা চেয়েছে। মেয়ে হয়ত পড়বে না। এক মাসের মধ্যে ফ্রুটফুল রেজাল্ট চান। আমরণ অনশনে বসবেন। 

Updated By: Oct 8, 2015, 09:05 PM IST
বিশ্বভারতী: নির্যাতিতার বাবার ন'দফা দাবি মানল কর্তৃপক্ষ
photo courtesy: FB page of নীল নিলয়ের টিপু

ব্যুরো: বিশ্বভারতী একশো আশি ডিগ্রি ঘুরে। নির্যাতিতার বাবার ন দফা দাবি, মেনে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মুখ্য দাবি ছিল, ক্ষতিপূরণ দেওয়া হবে। মেয়েটি বিশ্বভারতীতে পড়তে চাইলে বিশ্বভারতী সমস্ত খরচ বহন করবে। এই ঘটনায় পুনরায় তদন্তের দাবি করলে বিশ্বভারতী সেটা করবে। কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানার বিরুদ্ধে দুর্বব্যবহারের অভিযোগ। উপাচার্য ডঃ সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। স্বীকার করে নিয়ে যাবতীয় দায়ভার নিয়েছে বিশ্বভারতী। ঘটনায় মূল চার অভিযুক্তের বিষয়ে যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে, তার আরেকটি কপি এবং হাইকোর্টের রায়, যে রায়ের ভিত্তিতে ওদের আবার পড়তে দেওয়া হয়েছে, তা দেবেন। চোদ্দ মাস ধরে বিশ্বভারতীর কর্তৃপক্ষের দ্বারা হয়রানির শিকার, তাতে বিশ্বভারতী ক্ষমা চেয়েছে। মেয়ে হয়ত পড়বে না। এক মাসের মধ্যে ফ্রুটফুল রেজাল্ট চান। আমরণ অনশনে বসবেন। 

.