'জমির বদলে জমিই চাই', উত্তাল আনন্দপুরের হোসেনপুর

জমি হারানোর আশঙ্কা। তা থেকেই তুমুল বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠল আনন্দপুরের হোসেনপুর। উচ্ছেদের আশঙ্কায় আন্দোলনে নামল কয়েকশো পরিবার।

Updated By: Sep 21, 2016, 07:32 PM IST
'জমির বদলে জমিই চাই', উত্তাল আনন্দপুরের হোসেনপুর

ওয়েব ডেস্ক : জমি হারানোর আশঙ্কা। তা থেকেই তুমুল বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠল আনন্দপুরের হোসেনপুর। উচ্ছেদের আশঙ্কায় আন্দোলনে নামল কয়েকশো পরিবার।

প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, বাম সরকারের আমলে এই জমি তাঁদের চাষ করার জন্য দেওয়া হয়েছিল। এজন্য বর্গা দেওয়া হয় তাঁদের। জমির পাট্টাও দিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তাঁরা। 

গণ্ডগোলের মূলে এখানকার প্রায় চারশো বিঘা জমি। দীর্ঘদিন ধরে চাষও হচ্ছে। কিন্তু কিছুদিন ধরে জমি থেকে তাঁদের উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আর চাষ হবে না, জমি ছেড়ে দিতে হবে, পুলিস এবং পুরসভার লোকজন তাঁদের এই কথাও শুনিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। এর বিরুদ্ধেই এবার রীতিমতো কোমর বেঁধে ময়দানে বর্গাদাররা। দাবি উঠেছে, জমির বদলে জমিই দিতে হবে তাঁদের।

.