মাওবাদী বন্‌ধের ব্যাপক প্রভাব জঙ্গলমহলে

একগুচ্ছ দাবি নিয়ে বুধবার ভারত বন্‍ধ ডেকেছে মাওবাদীরা। তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে অপারেশন গ্রিন হান্ট বন্ধ সহ একাধিক দাবি। বনধ সফল করার দাবিতে মঙ্গলবারই বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছিল মাওবাদীরা।

Updated By: May 16, 2012, 10:34 AM IST

একগুচ্ছ দাবি নিয়ে বুধবার ভারত বন্‍ধ ডেকেছে মাওবাদীরা। তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে অপারেশন গ্রিন হান্ট বন্ধ সহ একাধিক দাবি। বনধ সফল করার দাবিতে মঙ্গলবারই বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছিল মাওবাদীরা। বন্‌ধের ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে বনধের প্রভাব পড়েছে। বন্ধ রয়েছে দোকান-বাজার। যান চলাচলের সংখ্যা অত্যন্ত কম। যদিও ঝাড়গ্রামে রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে।
বন্‍‌ধে নাশকতা ঠেকাতে গতকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। জেলার ঝাড়খণ্ড সীমানায় চলছে কড়া নজরদারি। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়ার রানিবাঁধ, বারিকুল, সারেঙ্গা ও রাইপুরে মাওবাদীদের বন্‌ধের আংশিক প্রভাব পড়েছে। ওই সব এলাকায় অধিকাংশ বেসরকারি বাস রাস্তায় নামেনি। বন্ধ রয়েছে বাজারহাট। তবে বন্‌ধের কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি পুরুলিয়া জেলায়।

.