রাজ্যে ফিরছে শীত

শীত ফেরার পূর্বাভাস ছিলই। রবিবার রাতে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টি সেই শীত ফেরার পথকেই প্রশস্ত করল। প্রায় রাতভর চলে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুরে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার।

Updated By: Jan 2, 2012, 01:13 PM IST

শীত ফেরার পূর্বাভাস ছিলই। রবিবার রাতে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টি সেই শীত ফেরার পথকেই প্রশস্ত করল। প্রায় রাতভর চলে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুরে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার। এর জেরে অনেকটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গে ফের বইতে শুরু করেছে কনকনে ঠাণ্ডা হাওয়া। একে উত্তুরে বাতাস বলতে রাজি না হলেও এর ফলে তাপমাত্রা কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর। আগামি চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দু ডিগ্রী কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার বৃষ্টি হয় দার্জিলিঙে। পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে রবিবারই মরশুমের প্রথম তুষারপাত দেখেছে সান্দাকফু। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে। তবে আকাশ পরিষ্কার হওয়ার পর জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

.