ভিন রাজ্যে পড়তে গিয়ে নিখোঁজ যুবক, ১০ দিন ধরে আতঙ্কের প্রহর গুনছেন বাবা, মা

Updated By: Dec 13, 2014, 10:27 AM IST
ভিন রাজ্যে পড়তে গিয়ে নিখোঁজ যুবক, ১০ দিন ধরে আতঙ্কের প্রহর গুনছেন বাবা, মা

ভিন রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানে পড়তে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ ছাত্র। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বংশিহারী থানার কুশখারি গ্রামের। দশ দিনে কেটে গেলেও ছেলের কোনও খবর না পেয়ে আতঙ্কে জাভেদ সরকারের বাবা-মা।

বাবা বুধু মহম্মদ পেশায় কৃষক। নিজস্ব জমি নেই। অন্যের জমি চাষ করেন। বাড়ি বলতে পূর্ত দফতরের জমিতে টিনের একচিলতে ঘর। সামান্য আয়। তা দিয়েই কোনক্রমে দিন গুজরায় হয়। বারো বছরের ছেলে জাভেদকে ধর্মীয় শিক্ষায় পারদর্শী করে তুলতে, এক বছর আগে বিহারের কিশানগঞ্জের মাতিম মাদ্রাসায় ভর্তি করেছিলেন বুধু। মাসে অন্তত একবার স্ত্রী পারভীন বিবিকে নিয়ে ছেলের সঙ্গে দেখা করে আসতেন তিনি। গত মাসের চব্বিশ তারিখও গিয়েছিলেন। কিন্তু দোসরা ডিসেম্বরই মাদ্রাসা থেকে ফোনে জানানো হয়, ছেলে নিখোঁজ।

জাভেদের সন্ধানে বুধবার কিষাণগঞ্জে গিয়েছিলেন বুধু মহম্মদ। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এমনকি থানায় ডায়রি লিখতেও বাধা দেওয়া হয়। অবশেষে স্থানীয় বিজেপি নেতাদের সাহায্যে কিষাণগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি হয়। এখন ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন জাভেদের বাবা-মা।

 

.