পার্টি লাইন নিয়ে মধ্যপন্থা খুঁজে বের করতে বৈঠকে আলিমুদ্দিন

Updated By: Jul 10, 2016, 12:18 PM IST
পার্টি লাইন নিয়ে মধ্যপন্থা খুঁজে বের করতে বৈঠকে আলিমুদ্দিন

পার্টি লাইন নিয়ে মধ্যপন্থা খুঁজে বের করতে বৈঠক চলছে আলিমুদ্দিনে। সিপিএম রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন পলিটব্যুরোর গুরুত্বপূর্ণ নেতারা। গতকাল একই ইস্যুতে রাজ্য সম্পাদকমণ্ডলীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, এমএ বেবি, মানিক সরকার বৈঠকে যোগ দেন।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল বামেরা

কেন্দ্রীয় নেতাদের সামনে রাজ্য সম্পাদক মণ্ডলীর অধিকাংশ নেতাই জোট নিয়ে নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করে দেন। তাঁদের যুক্তি, নির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে যে জোট হয়, সেই অবস্থান থেকে এখন সরে আসা সম্ভব নয়। রাজ্যে বিরোধীদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে হলে জোট চালিয়ে যাওয়া জরুরি বলেও দৃঢ়ভাবে জানিয়ে দেন অধিকাংশ রাজ্য নেতা। রাজ্য নেতারা চান পার্টি লাইন নিতে এই বিতর্কে দ্রুত দাঁড়ি টানা হোক। উচিত ও অনুচিতের অনর্থক বিতর্কে মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে যুক্তি তাঁদের।

.