পূজারা-রাহানের জোড়া শতকে রানের পাহাড়ে ভারত, ম্যাচের ব্যাটন টিম কোহলির হাতে

Updated By: Aug 3, 2017, 06:56 PM IST
পূজারা-রাহানের জোড়া শতকে রানের পাহাড়ে ভারত, ম্যাচের ব্যাটন টিম কোহলির হাতে

ওয়েব ডেস্ক: প্রথম দিনেই কলম্বো টেস্টের ব্যাটন নিজেদের কাছে নিয়ে নিল টিম ইন্ডিয়া। চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কে রাহানের জোড়া শতকে 'থ্রি হান্ড্রেড মার্ক'-এ পৌঁছে গেল ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের স্কোর-৩৪৪/৩। ক্রিজে অপরাজিত রয়েছেন দুই সেঞ্চুরিয়ানই। চেতেশ্বর পূজারা ব্যাট করেছে ১২৮ রানে। অন্যদিকে অজিঙ্কে রাহানে অপরাজিত আছেন ১০৩ রানে।

এদিন টসে জিতে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ধ্বংসাত্মক ধাওয়ানের সঙ্গে কলম্বোর ক্রিজে ব্যাট করতে আসেন সদ্য জ্বর থেকে উঠে আসা ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। ইন ফর্ম অভিনব মুকুন্দের বদলে নিজের জায়গা ফিরে পেতেই ছন্দেও ফিরতে দেখা গেল তাঁকে। ৮২ বলে তাঁর ব্যাট থেকে এল ৫৭ রানের চোখ ধাঁধানো ইনিংস। রান আউট হয়ে না ফিরলে নিজের স্কোরকার্ডকে যে আরও এক্সিলারেট করতেন রাহুল, তা বলাই বাহুল্য। এরপর প্রত্যাশা মতই নজর কাড়লেন কলম্বো টেস্টের প্রথম দিনের 'নায়ক' চেতেশ্বর পূজারা। নিজের ৫০ তম টেস্টে ১৩ নম্বর সেঞ্চুরি অর্জন করেছেন ভারতীয় ক্রিকেটের 'মিস্টার ডিপেন্ডেবল'। এর সঙ্গে ৮৪ ইনিংসে ৪০০০ টেস্ট রানের মাইলফলকে পৌঁছে কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের সঙ্গে একই আসনেও বসলেন পূজারা। উল্লেখ্য, গলেতে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলির ব্যাট এদিন থেমে যায় মাত্র ১৩ রানেই। কলম্বোতে বিরাট কোহলি অল্প রানে ফিরলেও ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পূজারাকে যোগ্য সঙ্গত দেন অজিঙ্কে। প্রথম দিনের থার্ড সেশনে আসে রাহানের সেঞ্চুরিও। টেস্ট ক্রিকেটে এটা তাঁর ৯ নম্বর সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। উল্লেখ্য, ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে পি সারা ওভালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহানে।

আর পূজারা-রাহানের এই জোড়া শতকের ওপর ভর করেই রানের পাহাড়ে পৌঁছেছে ভারত। প্রথম দিনের শেষে ৯০ ওভারের ভারত ৩ উইকেট হারিয়ে ৩৪৪। উল্লেখ্য, বিরাটের উইকেট তুলে নিয়েছেন রঙ্গনা হেরাথ। শিখরের উইকেট গিয়েছে দিলরুওয়ান পেরেরার ঝুলিতে। 

.