তিস্তার জল বেড়ে প্লাবিত চাপাডাঙা গ্রাম পঞ্চায়েত

রাত থেকে লাগাতার বৃষ্টি । তিস্তা নদীর জল বেড়ে প্লাবিত মাল মহকুমার চাপাডাঙা গ্রাম পঞ্চায়েত । জলের তলায় পশ্চিম সাঙোপাড়া ও দক্ষিণ চেংমারি মৌজা। জল ঢুকে গিয়েছে কিছু বাড়ির উঠোনেও। নদীগর্ভে চলে গিয়েছে বহু কৃষিজমি। দ্রুত জল বাড়ায় বাড়ছে আশঙ্কা। মনে করা হচ্ছে এভাবে জল বাড়লে জমি ভাঙতে ভাঙতে পৌছে যেতে পারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায়। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। অন্যদিকে জল বাড়ছে ডুয়ার্সের সব নদীরও।

Updated By: Jul 1, 2017, 07:33 PM IST
তিস্তার জল বেড়ে প্লাবিত চাপাডাঙা গ্রাম পঞ্চায়েত

ওয়েব ডেস্ক: রাত থেকে লাগাতার বৃষ্টি । তিস্তা নদীর জল বেড়ে প্লাবিত মাল মহকুমার চাপাডাঙা গ্রাম পঞ্চায়েত । জলের তলায় পশ্চিম সাঙোপাড়া ও দক্ষিণ চেংমারি মৌজা। জল ঢুকে গিয়েছে কিছু বাড়ির উঠোনেও। নদীগর্ভে চলে গিয়েছে বহু কৃষিজমি। দ্রুত জল বাড়ায় বাড়ছে আশঙ্কা। মনে করা হচ্ছে এভাবে জল বাড়লে জমি ভাঙতে ভাঙতে পৌছে যেতে পারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায়। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। অন্যদিকে জল বাড়ছে ডুয়ার্সের সব নদীরও।

.