প্রীতিকে নেসের বিরুদ্ধে এফআইআর করতে বারণ করেছিল বিসিসিআই

প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়া বিতর্কে উঠে এল নতুন তথ্য। জানা গেছে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে প্রীতিকে বারণ করেছিল বিসিসিআই। সূত্রে খবর, প্রীতির অভিযোগের বিষয়ে এক বিসিসিআই আধিকারিককে প্রশ্ন করেছিল পুলিস। সেই আধিকারিক প্রীতিকে অনুরোধ করেন এই বিষয়ে যেন প্রীতি আর কিছু না করেন। তাঁর বক্তব্য ছিল, এই আইপিএল বিতর্কমুক্ত ছিল। বিতর্কমুক্তই থাকুক।

Updated By: Jun 25, 2014, 09:47 PM IST

প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়া বিতর্কে উঠে এল নতুন তথ্য। জানা গেছে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে প্রীতিকে বারণ করেছিল বিসিসিআই। সূত্রে খবর, প্রীতির অভিযোগের বিষয়ে এক বিসিসিআই আধিকারিককে প্রশ্ন করেছিল পুলিস। সেই আধিকারিক প্রীতিকে অনুরোধ করেন এই বিষয়ে যেন প্রীতি আর কিছু না করেন। তাঁর বক্তব্য ছিল, এই আইপিএল বিতর্কমুক্ত ছিল। বিতর্কমুক্তই থাকুক।

নিজের টুইটার ও ফেসবুক পেজে প্রীতি লিখেছেন, "এটা খুবই দুঃখজনক। যখন আমি অপমানিত হই আমার পাশে কেউ দাঁড়ায়নি।" সেই কারণেই হয়তো ঘটনার ১২ দিন পর অভিযোগ জানান প্রীতি। সূত্রে খবর, ঘটনার পর থেকেই চাপে ছিলেন প্রীতি। ওই বিসিসিআই আধিকারিককেও প্রশ্ন করবে পুলিস।

প্রীতির অভিযোগের ভিত্তিতে নেসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারায় এফআইআর দায়ের করেছে পুলিস। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর প্রীতির বয়ান রেকর্ড করেছে পুলিস। বয়ানে প্রত্যক্ষদর্শীদের নাম বলেছেন প্রীতি। তাদের মধ্যে এক ক্রিকেটারের অপ্রাপ্তবয়স্ক ছেলেও রয়েছে।

.