ক্যামেরুনকে হারিয়ে শেষ ষোলোর পথ নিশ্চিত করতে বদ্ধ পরিকর নেইমাররা

বিশ্বকাপে গ্রুপ এ-র লড়াইয়ের আসর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ক্যামেরুণ। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ড্র করলেই নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলবেন নেইমার-রা। প্রত্যাশা ছিল গ্রুপ লিগে পরপর দুম্যাচ জিতেই বিশ্বকাপের নক আউটে জায়গা পাকা করে নেবে ব্রাজিল। কিন্তু মেক্সিকান গোলকিপার ওচোয়ার কাছে আটকে গিয়ে সেলেকাওদের প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা কিছুটা জটিল হয়েছে।

Updated By: Jun 23, 2014, 09:52 PM IST

বিশ্বকাপে গ্রুপ এ-র লড়াইয়ের আসর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ক্যামেরুণ। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ড্র করলেই নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলবেন নেইমার-রা। প্রত্যাশা ছিল গ্রুপ লিগে পরপর দুম্যাচ জিতেই বিশ্বকাপের নক আউটে জায়গা পাকা করে নেবে ব্রাজিল। কিন্তু মেক্সিকান গোলকিপার ওচোয়ার কাছে আটকে গিয়ে সেলেকাওদের প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা কিছুটা জটিল হয়েছে।

যদিও গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ড্র করলেই নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলবেন নেইমার-রা। কাগজে কলমে সহজ ম্যাচ হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি। ব্রাজিলে বিশ্বকাপে যেভাবে একের পর এক অঘটন ঘটছে,তাতে জিতেই শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করতে চাইছে সেলেকাওরা। ঘরের মাঠে এখনও নেইমারদের কাছ দেখতে পাওয়া যায়নি সাম্বার ছন্দ। ক্যামেরুন ম্যাচ থেকেই চেনা ছন্দে ফিরতে চাইছে ব্রাজিল। আগের ম্যাচে রামিরেজ,ফ্রেডরা একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। তাই রামিরেজের জায়গয়া সম্ভবত হাল্ককে ফিরিয়ে আনতে চলেছেন স্কোলারি। অথ্যাত ক্রোয়েশিয়া ম্যাচে যে দল খেলেছিল,সোমবার রাতে ব্রাজিলের সেই দলই সম্ভবত নামতে চলেছে। বিশ্বকাপে এখনও গোল না পাওয়া ফ্রেডকে আরও একটা সুযোগ দিতে চান ব্রাজিল কোচ। নেইমার,অধিনায়ক থিয়াগো সিলভা সহ ব্রাজিলের চারজন ফুটবলারের একটা করে হলুদ কার্ড রয়েছে। সোমবারের ম্যাচে কার্ড দেখা মানে ছিটকে যেতে হবে প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে। তাই সেদিকেও নজর রাখতে হচ্ছে স্কোলারিকে। ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন অবশ্য সমস্যায় জর্জরিত। ইতিমধ্যেই টুর্নামেন্টে থেকে ছিটকে গেছে আফ্রিকার দলটি। লালকার্ড দেখায় ব্রাজিলের বিরুদ্ধে দলে নেই অ্যালেক্স সঙ। দলের এক নম্বর ফুটবলার স্যামুয়েল এটোর মাঠে নামা নিয়েও সংশয় থাকছে। তাই ব্রাজিল ম্যাচে সম্মানরক্ষাই টার্গেট হতে চলেছে ক্যামেরুনের।

দুই দলের মধ্যে চারবারের সাক্ষাতে তিনবার জিতেছে ব্রাজিল আর একবার জিতেছে ক্যামেরুন।

পরপর দুম্যাচে গোল করে ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি। ঘরের মাঠে ঝলক দেখিয়ে এবার ব্রাজিলকে শেষ ষোলোয় পৌছে দেওয়ার দায়িত্ব এবার নেইমারের কাঁধে।

.