বিদেশি কর্পোরেট সংস্থা থেকে টাকা নেওয়ার অভিযোগ কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে

আইন ভেঙে বিদেশি কর্পোরেট সংস্থার থেকে টাকা নিয়েছে কংগ্রেস, বিজেপি। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে একথা বলেছে দিল্লি হাইকোর্ট। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নির্বাচন কমিশনকে তদন্ত করে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের এই রায়ে অস্বস্তিতে কংগ্রেস, বিজেপি দুই দলই।

Updated By: Mar 29, 2014, 09:57 AM IST

আইন ভেঙে বিদেশি কর্পোরেট সংস্থার থেকে টাকা নিয়েছে কংগ্রেস, বিজেপি। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে একথা বলেছে দিল্লি হাইকোর্ট। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নির্বাচন কমিশনকে তদন্ত করে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের এই রায়ে অস্বস্তিতে কংগ্রেস, বিজেপি দুই দলই।

আর মাত্র কয়েকদিন পরেই শুরু লোকসভা ভোটের প্রথম পর্ব। তার ঠিক আগেই আদালতে বড়সড় ধাক্কা খেল দিল্লিতে ক্ষমতা দখলের দাবিদার কংগ্রেস ও বিজেপি। দেশের আইন ভেঙে ইংল্যান্ডের বেদান্ত গোষ্ঠীর থেকে টাকা নিয়েছিল কংগ্রেস ও বিজেপি। এই অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাতেই দুই বড় দলকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আদালত।

রায়ে আদালত বলেছে, বেদান্ত শিল্পগোষ্ঠীর ব্রিটেনের শাখা থেকে টাকা নিয়ে আইন ভেঙেছে কংগ্রেস ও বিজেপি। কোন কোন বিদেশি শিল্পগোষ্ঠীর থেকে কারা টাকা নিয়েছে, এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও নির্বাচন কমিশনকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে দিল্লি হাইকোর্ট। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকারও সমালোচনা করেছে আদালত।

এক বছর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশি অর্থদান সংক্রান্ত আইন ভঙ্গ হয়নি বলে যে বিবৃতি দিয়েছিল তাও খারিজ করে দিয়েছে আদালত। কংগ্রেসের বিরুদ্ধে নানা দুর্নীতিতে শিল্পগোষ্ঠীগুলিকে আড়াল করার অভিযোগ বহুদিন ধরেই করে আসছে বাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপির বিরুদ্ধেও একই অভিযোগে সরব হয়েছে তারা। দিল্লি হাইকোর্টের এই রায়ের ফলে সেই অভিযোগই আরও দৃঢ় হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

.