ইডেন টেস্টে শুরুতেই ছন্দপতন ভারতের

আজ থেকে ইডেনে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সকালে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শুরুতেই সেওয়াগ ও পুজারার উইকেট খুইয়ে কিছুটা বেকায়দায় ভারত। এই মুহুর্তে সিরিজের ফল ১-১।

Updated By: Dec 5, 2012, 10:42 AM IST

আজ থেকে ইডেনে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সকালে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শুরুতেই সেওয়াগ ও পুজারার উইকেট খুইয়ে কিছুটা বেকায়দায় ভারত। এই মুহুর্তে সিরিজের ফল ১-১।
এই অবস্থায় সিরিজে এগিয়ে থাকার জন্য কলকাতা টেস্ট জিততে মরিয়া দুই দলই। ভারতীয় দলে ভাজ্জির জায়গা পেয়েছেন ইশান্ত শর্মা। ইডেনেই রানের খরা কাটাতে মরিয়া সচিন তেণ্ডুলকরও। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের তিন ইনিংসেই তিনি ব্যর্থ। ফলে সমালোচকদের যোগ্য জবাব দিতে এবার ইডেনকেই বেছে নেবেন মাস্টার ব্লাস্টার। এমনটাই মনে করছেন সচিন অনুগামীরা। ফলে আসমুদ্র হিমাচল এখন তাকিয়ে সচিনের দিকেই।
ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালেস্টার কুক কিন্তু ছন্দেই রয়েছেন। পাশাপাশি হারানো ফর্ম ফিরে পেয়েছেন কেভিন পিটার্সনও।

.